মানিকগঞ্জ প্রতিনিধি: ২১ জুলাই

বন্যা কবলিত সকল ইউনিয়নের প্রত্যেক গ্রামের ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে প্রধানমন্ত্রীর দেয়া মানবিক খাদ্য সহায়তা বিতরন করা হবে। বর্তমান সরকার অসহায় মানুষের ভাগ্য বদলের জন্য কাজ করে যাচ্ছে। করোনা দূর্যোগ এবং এই বন্যায় একটি পরিবারও খাদ্য সংকটে পরবে না, পর্যায়ক্রমে সব এলাকায় খাদ্য সামগ্রী বিতরণ করা হবে।

মঙ্গলবার ২১ জুলাই দুপুরের মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলার কাঞ্চনপুর ইউনিয়ন পরিষদে বন্যা কবলিত বানভাসি মানুষদের প্রধান মন্ত্রীর মানবিক সহয়তা প্রদান কালে  এসব কথা বলেন মানিকগঞ্জ ২ আসনের সংসদ সদস্য মমতাজ বেগম এম পি।

এসময় দুই শতাধিক বন্যা কবলিত বানভাসি মানুষের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক খাদ্য সহায়তা ও শুকনো খাবার এবং বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারকে ঘর নির্মাণ করার জন্য তিন হাজার করে টাকা বিতরন করা হয়েছে।

মানবিক সহয়তা প্রদানকালে আরও উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা প্রশাসক এস এম ফেরদৌস, কাঞ্চনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ।