মিলন মাহমুদ ,বিশেষ প্রতিনিধিঃমানিকগঞ্জের সিঙ্গাইরে করোনা পরিস্থিতিতে শ্রমিক না পাওয়ায় কৃষকের ধান কেটে দিল জয়মন্টপ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতিসহ নেতাকর্মীরা। শনিবার সকাল ১০ টায় ইউনিয়নের খান বানিয়ারা গ্রামের কৃষক সোহরাব হোসেনের ২.৫ বিঘা পানিতে প্রায় তলিয়ে যাওয়া পাকা ধান কেটে দেন। জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা বাস্তবায়নে সাংসদ কণ্ঠশিল্পী মমতাজ বেগম এমপির নির্দেশে ইউপি চেয়ারম্যান ইঞ্জিঃ শাহাদাৎ হোসেনের তত্বাবধানে উপজেলা ছাত্রলীগের সভাপতি, সম্পাদকের অনুপ্রেরণায় জয়মন্টপ ইউনিয়ন ছাত্রলীগ ওই কৃষকের ধান কেটে দেন। কৃষক সোহরাব হোসেন বলেন, বোরো ধান পেকে বৃষ্টির পানিতে প্রায় তলিয়ে গেছে । কাটতে না পারলে ধান মাঠেই নষ্ট হবে । করোনা পরিস্থিতিতে কোন কাজের লোক না পাওয়ায় ধান কাটতে পারছিলাম না। আজ চেয়ারম্যান উপস্থিত থেকে ছাত্রলীগের নেতাকর্মীরা স্বেচ্ছাশ্রমে আমার ধান কেটে দিয়েছেন । আমি তাদের প্রতি কৃতজ্ঞ।জয়মন্টপ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোঃ হাবিবুর রহমান খান বলেন, করোনা পরিস্থিতিতে ধান কাটা শ্রমিক সংকটে কৃষক ধান ঘরে তুলতে পারছে না । প্রধানমন্ত্রীর নির্দেশে সারাদেশে ছাত্রলীগের নেতাকর্মীরা অসহায় কৃষকের ধান কেটে দিচ্ছে । সেই ধারাবাহিকতায় আজ কৃষকের ধান কেটে দিলাম । তিনি আরো বলেন, গত ২৭ মে এক ফেইসবুক স্ট্যাটাসের মাধ্যমে আমাদের নজরে আসে। তারপর চেয়ারম্যান ও এমপি মহোদয়কে কৃষকের বিষয়টি অবগত করলে তাদের নির্দেশ ও চেয়ারম্যানের উপস্থিতিতে কৃষকের ধান কেটে বাড়ি তুলে দেই। এসময় জয়মন্টপ ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ ফিরুজ কবীর, সাংগঠনিক সম্পাদক সাকিব আহমেদ, সাগর শিকদার, যুগ্ম সাধারণ সম্পাদক হাসান যাবের, তাজুল, আরাফাতসহ ইউপি ছাত্রলীগের নেতাকর্মী ধান কাটায় অংশ নেন।