মিলন মাহমুদ, বিশেষ প্রতিনিধিঃ মানিকগঞ্জের সিঙ্গাইরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক সহকারী পরিদর্শক, এক স্বাস্থ্য পরিদর্শক ও এক গাইনী ডাক্তার করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার পর গত ৩ দিনে হাসপাতালে দায়িত্বরত আরো ১ ডাক্তার ও ৩ জন নার্স ও ১ জন ওয়ার্ড বয় ও ১ স্বাস্থ্য পরিদর্শকসহ ১০ জন করোনা ভাইরাসে আক্রান্তের খবর পাওয়া গেছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সেকেন্দার আলী মোল্লাহ তথ্যটি নিশ্চিত করেছেন।উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, ১৮ মে  সোমবার দুপুরে ১ ডাক্তার ও ৩ নার্সসহ ৪ জনের দেহে পরীক্ষার রিপোর্টে করোনা ভাইরাস পজেটিভ আসে। তারা নতুন ডিউটিতে যোগদান করেছিলেন বলে জানা যায়। পরের দিন ১৯ মে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১ জন ওয়ার্ড বয় ও উপজেলার চারিগ্রাম ইউনিয়নের দাশেরহাটি গ্রামের বাবা-ছেলের দেহে করোনা পজেটিভ রিপোর্ট পান স্বাস্থ্য বিভাগ। এদিকে ২০ মে বুধবার ২ জন স্বাস্থ্যকর্মী ও উপজেলা জামশা ইউনিয়নের জনৈক এক ব্যক্তির দেহে করোনা পজেটিভ পাওয়া গেছে বলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়।উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সেকেন্দার আলী মোল্লাহ জানান, দাশেরহাটি এলাকার জনৈক ঐ ব্যক্তি ডায়বেটিসের চিকিৎসা করার জন্য বাড়ি থেকে বাবা- ছেলে নিয়মিত ঢাকা যাতায়াত করতো। এরই মধ্যে বাবা-ছেলের দেহে করোনার উপসর্গ দেখা দিলে সোমবার (১৮ই মে) তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকা পাঠাই। মঙ্গলবার(১৯ই মে) দুপুরে পরীক্ষার রিপোর্টে তাদের ২ জনের দেহে করোনা পজেটিভ পাওয়া যায়। পরে তাদেরকে নিজ বাড়িতে আইসোলেশনে রাখা হয়েছে এবং তাদের সংস্পর্শে আসা সকলের নমুনা সংগ্রহ করে আজ বুধবার(২০ই মে) পরীক্ষার জন্য ঢাকা পাঠানো হয়েছে।এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুনা লায়লা আক্রান্তদের বাড়ি পরিদর্শন করে বাড়িতে সতর্কতামূলক লাল নিশান টাঙিয়ে দিয়েছেন বলে জানা যায়।