বিশেষ প্রতিনিধি, ২০ মে। নিষেধাজ্ঞা অমান্য করে যাত্রী পারাপার অব্যাহত রেখেছে পাটুরিয়া ফেরিঘাট কর্তৃপক্ষ। তিনশতাধিক যাত্রী নিয়ে পাটুরিয়া ঘট থেকে ছেড়ে যাওয়া ফেরিটি অবশেষে ফেরত এসেছে। বিপাকে পড়েছে নানা কৌশলে ঈদ করতে বাড়ি যাওয়া দক্ষিণ-পশ্চিমাঞ্চলের হাজার হাজার যাত্রী।
অপরদিকে প্রশাসনের কার্যকরী ব্যবস্থা নেয়ায় যাত্রী বোঝাই ফেরি দৌলতদিয়া ফেরিঘাটে নোঙর করতে দেয়নি দৌলতদিয়া ঘাট কর্তৃপক্ষ। অনেকটা বাধ্য হয়েই তিন শতাধিক যাত্রী নিয়ে দৌলতদিয়া থেকে পাটুরিয়া ফেরিঘাটে ফেরত এলো ঢাকা নামের ছোট একটি ফেরি।
বুধবার (২০ মে) দুপুর সোয়া ৩ টার দিকে পাটুরিয়া ফেরিঘাট থেকে ছেড়ে যাওয়া প্রায় তিন শতাধিক যাত্রী বোঝাই ফেরী দৌলদিয়া ঘাটে নোঙ্গর করতে দেয়নি বিআইডব্লিউটিসি কতৃপক্ষ। মানবিক দৃষ্টিকোণ থেকে পাটুরিয়া ঘাট থেকে দৌলতদিয়া ঘাটে যাওয়ার সুযোগ করে দেওয়া হয় বলে দাবি করেন বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের ডিজিএম জিল্লুর রহমান।
এসময় তিনি বলেন, যাত্রী চাপ রুখতে বেশির ভাগ ফেরিগুলো বন্ধ রয়েছে। জরুরি পণ্যবাহী ট্রাক এবং অ্যাম্বুলেন্স পারাপার করার জন্য দুইটি ফেরি সচল রয়েছে। ওই ফেরিগুলো ঘাট এলাকায় আসলে তাড়াহুড়া করে যাত্রীরা উঠে যায় বলে জানান তিনি।
মানিকগঞ্জের শিবালয় সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তানিয়া সুলতানা জানান, রাজবাড়ীর দৌলতদিয়া ঘাট থেকে পাটুরিয়ায় যাত্রী নিয়ে ফেরত আসা ফেরির যাত্রীদেরকে নামিয়ে দেওয়া হয়। পরে ওই যাত্রীদেরকে বাসযোগে ঢাকায় পাঠিয়ে দেওয়া হয় বলে জানান তিনি।