বিশেষ প্রতিনিধি, ১৬ মে। মানিকগঞ্জ জেলার ঘিওর উপজেলার ঘিওর বাজার, সিংজুরি বাজার, পুখুরিয়া বাজার এবং বানিয়াজুড়ি বাজারে দিনব্যাপী মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার আইরিন আক্তার।
সরকারি আদেশ অমান্য এবং স্বাস্থ্যবিধি উপেক্ষা করে অযথা ঘোরাঘুরি করায় ২ জন পথচারী, সাটার বন্ধ করে গোপনে বিকল্প পন্থায় মার্কেট খোলা রাখায় বিপনী বিতান, হার্ডওয়্যার, কসমেটিকস, জুয়েলার্সের দোকানের ১১ জন বিক্রেতা এবং বিপনী বিতানে অবস্থানরত ৪ জন ক্রেতাকে দন্ডবিধি,১৮৬০ ও সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন, ২০১৮ এর বিভিন্ন ধারায় সতেরোটি মামলায় মোট ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। আজকের মোবাইল কোর্ট অভিযানে সহযোগিতা করেন ঘিওর থানার এসআই খালেদ ও তার সঙ্গীয় ফোর্স।
উপজেলা নির্বাহী অফিসার আইরিন আক্তার বলেন, জনস্বার্থে প্রতিদিন এধরনের অভিযান অব্যাহত থাকবে।