মিলন মাহমুদ,বিশেষ প্রতিনিধি:১৬ মে। মানিকগঞ্জ জেলা প্রশাসক এস এম ফেরদৌস জেলার জনগণের স্বাস্থ্য সুরক্ষার কথা বিবেচনা করে গত ১৩ মে থেকে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত গণবিজ্ঞপ্তির মাধ্যমে মানিকগঞ্জ জেলাকে লকডাউন ঘোষণা করেন। লকডাউন কার্যকর করতে সিংগাইর উপজেলা প্রশাসন বাজার মনিটরিং ও গণ জমায়েত প্রতিরোধ করতে নিয়মিত অভিযান পরিচালনা করেন।তারই ধারাবাহিকতায় শনিবার দুপুর থেকে সিঙ্গাইরের বিভিন্ন হাট-বাজার ও সিঙ্গাইর বাসস্ট্যান্ড হতে শহীদ রফিক সেতু পর্যন্ত আঞ্চলিক সড়কে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি ) মেহের নিগার সুলতানা। এসময় সরকারি আইন অমান্য করে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রেখে গণ জমায়েত ও বিনা কারণে রাস্তায় বেড় হওয়ায় মোটর সাইকেল চালককে বিভিন্ন পরিমাণ অর্থদন্ড করা হয়।উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, আইন অমান্য করে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখায় ও গণ জমায়েত করার দায়ে দন্ডবিধি ১৮৬০ এর ২৬৯ ধারায় বাস্তা বাজারের ২ জন কসমেটিক ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা করে , ধল্লা বাজারের ৩ কাপড় ব্যবসায়ী ও ১ কসমেটিক ব্যবসায়ীকে ৪২ হাজার টাকা, উপজেলার চান্দহর বাজারের ৩ কাপড় ব্যবসায়ীকে ৪০ হাজার টাকা, মানিকনগর বাজারের ৬ ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা, রামনগর বাজারের ১ কাপড় ব্যবসায়ীকে ৫ হাজার টাকা অর্থদন্ড আরোপ করে নগদ আদায় করা হয়। অপরদিকে কোন কারন ছাড়া রাস্তায় বেড় হওয়ায় মোবাইল কোর্টের মাধ্যমে ২ জন মোটর সাইকেল চালককে ১৫ শত টাকা করে অর্থদন্ড করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) মেহের নিগার সুলতানা বলেন, করোনা প্রতিরোধে লকডাউনের আওতাধীন সব যানবাহন চলাচলে কঠোর নির্দেশনা দেয়া হয়েছে। বিভিন্ন বাজারে ভোক্তাদের সাথে সামাজিক দুরত্ব বজায় রেখে নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রয়ের নির্দেশনা দিয়েছি। রাস্তায় বের হওয়া সাধারণ মানুষকে সামাজিক দুরত্ব বজায় রেখে চলাচলের জন্য সতর্ক করা হয়। করোনা সংক্রমণ রোধে এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।