ঘিওর প্রতিনিধি, ১৬ মে। ঘিওর উপজেলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাসহ দুইজন পরিচ্ছন্নতা কর্মীর কোভিড-১৯ আক্রান্ত হয়েছেন।
আক্রান্ত দুইজন পরিচ্ছন্নতা কর্মীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আইসোলেশনে রাখা হয় এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তার নিজ বাসভবনে আইসোলেশনে আছেন।
দুইজন পরিচ্ছন্নতা কর্মীর কোভিড-১৯ পজিটিভ হওয়ায় আক্রান্ত ব্যক্তিদের বাড়ি লকডাউন ঘোষণা করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার আইরিন আক্তার বলেন, দুইজন পরিচ্ছন্নতা কর্মীর কোভিড-১৯ পজিটিভ হওয়ায় আক্রান্ত ব্যক্তিদের বাড়ি লকডাউন ঘোষণা করা হয়। তিনি আরো বলেন, লকডাউনকৃত পরিবারগুলোর যেকোনো প্রয়োজনে উপজেলা প্রশাসন, ঘিওর, মানিকগঞ্জ তাদের পাশে থাকবেন। এসময় স্যানিটারি ইন্সপেক্টর ও ঘিওর থানার এস, আই, জনাব খালেদ ও তার সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।
ঘিওর উপজেলা চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব ঘিওর উপজেলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাসহ দুইজন পরিচ্ছন্নতা কর্মীর কোভিড-১৯ আক্রান্ত হওয়ায় দুঃখ্য প্রকাশ করেন এবং তাদের রোগ মুক্তির জন্য সবার কাছে দোয়া প্রর্থনা করেন।