ওবায়দুর রহমান, ১৩ মে। মানিকগঞ্জের ঘিওরে সরকারী আদেশ অমান্য করে মার্কেট খোলা রাখা, অযথা ঘোরাঘুরি, চানাচুর কারখানায় নোংরা, অপরিচ্ছন্ন ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য প্রস্তুত করা, মূল্য তালিকা প্রদর্শন না করা, অতিরিক্ত দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে আজ ঘিওর উপজেলার ঘিওর বাজার ও আশেপাশের এলাকায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন ঘিওর উপজেলা নির্বাহী অফিসার আইরিন আক্তার ও মানিকগঞ্জ জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এর সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল।
আজ বুধবার ঘিওর উপজেলার ঘিওর বাজার ও তার আশেপাশের এলাকায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করার সময় মোঃ শহিদুল ইসলাম (৫০), পিতাঃ মোঃ গিয়াস উদ্দিন, ঘিওরকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৮ এবং ৪০ ধারায় ৫,০০০/- টাকা, সুভাষ চন্দ্র দাস (৬৫), পিতাঃ মৃত সুরেন্দ্র মোহন দাস, ঘিওরকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫১ এবং ৫৩ ধারায় ২,০০০/- টাকা, মোস্তাফিজুর (২৮), পিতাঃ শাহীন তালুকদার, ঘিওরকে দণ্ডবিধি, ১৮৬০ এর ২৬৯ ধারায় ১০০/- টাকা, মোঃ জাহাঙ্গীর(৫০), পিতাঃ মোঃ জিকির আলী, ঘিওরকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫১ এবং ৫৩ ধারায় ২০,০০০/- টাকা, তাপস(৩০), বাবুল চন্দ্র, ঘিওরকে দণ্ডবিধি, ১৮৬০ এর ১৮৮ এবং ২৬৯ ধারায় ২০০/- টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এছাড়া, মেয়াদোত্তীর্ণ কীটনাশক ও শষ্যের বীজ বিক্রির অপরাধে বিউটি স্টোর কে ৪০০০ টাকা জরিমানা আরোপ করেন মানিকগঞ্জ জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এর সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল।
জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান ঘিওর উপজেলা নির্বাহী অফিসার আইরিন আক্তার।