মিলন মাহমুদ, বিশেষ প্রতিনিধি:১১ মে। মানিকগঞ্জের সিঙ্গাইর-হেমায়েতপুর আঞ্চলিক মহাসড়কের পূর্ব ভাকুম আনান ক্যামিকেল কারখানার সামনে থেকে আব্দুল মালেক (৫০) নামের এক অটোচালকের লাশ উদ্ধার করেছেন সিঙ্গাইর থানা পুলিশ। সোমবার ভোর ৪ টার দিকে ৯৯৯ নাম্বারে কল পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করেন। নিহত আব্দুল মালেক ভোলা জেলার ইলিশা গ্রামের আলী আহমেদের ছেলে। তিনি পেশায় একজন অটোচালক।
নিহতের পারিবারিক সূত্রে জানা যায় , তিনি সিঙ্গাইর উপজেলার ধল্লা ইউনিয়নের বাস্তা বড়পাড়া গ্রামে বাড়ি করে দীর্ঘদিন স্থায়ীভাবে বসবাস করে আসছেন। গত রবিবার বিকল ৪ টার দিকে অটো নিয়ে বেড় হয়ে তিনি আর বাড়ি ফিরেন নি। প্রতিবেশী ও আত্বীয়দের জানালে অনেক খোজাখুজির পর না পেয়ে সোমবার সকালে থানায় জিডি করতে গিয়ে লাশটির কথা জানতে পান। নিহতের মেঝ ছেলে রুবেল হোসেন তার বাবার লাশটি শনাক্ত করেছেন। সোমবার ভোর রাতে তার মৃতদেহ সিঙ্গাইর থানা পুলিশ উদ্ধার করেন। এব্যপারে এসআই মোঃ আনোয়ার হোসেন পিপিএম বলেন, ভোর ৪ টার দিকে ইমার্জেন্সি নাম্বার ৯৯৯ নে কল পেয়ে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে এসেছি। তার লাশের কাছে অটো গাড়িটি ও ব্যবহৃত মোবাইল পাওয়া যায়নি। এটা সড়ক দুর্ঘটনা না কি অটো ছিনতায়ের জন্য হত্যা তা এখন বলা যাচ্ছে না। ময়না তদন্তের জন্য লাশটি মানিকগঞ্জ জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তদন্তের রিপোর্ট এলেই কারণ বলা যাবে।
সিংগাইর থানার ওসি (তদন্ত) মোঃ হাবিবুর রহমান বলেন, নিহতের লাশটি ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। থানায় মামলার প্রস্তুতি চলছে।