হাসপাতালে সুরক্ষা পোশাক (পিপিই) পরে চিকিৎসক পরিচয়ে ঘুরে বেড়ানো এক প্রতারককে গ্রেপ্তার করেছে পুলিশ। সাগর ইসলাম নামের ভূয়া চিকিৎসককে পরে ভ্রাম্যমাণ আদালত এক মাসের কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠিয়েছেন। রবিবার দুপুরে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটে।
সূত্র জানায়, সাজাপ্রাপ্ত প্রতারক সাগর ইসলামের বাড়ি কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার নারায়নপুর গ্রামে। মূলত বিভিন্ন ক্লিনিকের দালাল হিসেবে কাজ করা সাগর রোগীদের সাথে প্রতারনা করে আসছিল। করোনা পরিস্থিতিতে প্রাইভেট ক্লিনিক বন্ধ থাকায় সে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের ভেতরে চিকিৎসক পরিচয়ে ঘোরাঘুরি করে। রোগীদের অন্যত্র ভাগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে।
কুষ্টিয়া জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. ইসাহাক আলী বলেন, ‘প্রতারক সাগর ইসলাম চিকিৎসক হিসেবে কোন সনদপত্র দেখাতে পারেনি। এমনকি ম্যাটসেরও সাথে তার কোন সম্পৃক্ততা নেই। তাকে ভোক্তা অধিকারে সংরক্ষণ আইনে এক মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে।