মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা কৃষি ব্যাংকের এক কর্মকর্তা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। ফলে ব্যাংকের অপর ১১ কর্মকর্তা ও কর্মচারীকে হোম কোয়ারেন্টিনে পাঠিয়ে লাল কাপড় ঝুলিয়ে লকডাউন করা হয়েছে ব্যাংক।

বিষয়টি নিশ্চিত করেছেন দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসলিমা মুসতারি। তিনি জানান, আজ সকালে উপজেলা থানা স্বাস্থ্য কর্মকর্তার মাধ্যমে ব্যাংক কর্মকর্তার সংক্রমণের বিষয়টি জানাতে পারেন। তারপরপরই ব্যাংকটিকে লকডাউন এবং কর্মকর্ত-কর্মচারীদের হোম কোয়ারেন্টিনে পাঠানোর ব্যবস্থা করেন।

দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. নাসরিন অক্তার জানান, গত সোমবার ওই ব্যাংক কর্মকর্তা স্বেচ্ছায় নমুনা দিয়ে যান। ওই দিনই সাভারের প্রাণিসম্পদ গবেষণা প্রতিষ্ঠানে নমুনা পাঠানো হয়। আজ সকালে নমুনা পরীক্ষার ফল পাওয়া যায়।

মানিকগঞ্জের সিভিল সার্জন জানান, এ পর্যন্ত মানিকগঞ্জে ২২ জন কোরনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তবে ওই ব্যাংক কর্মকর্তাকে মানিকগঞ্জের হিসাবে ধরা হবে না। এ পর্যন্ত মানিকগঞ্জের ৮৮৩ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। রেজাল্ট পাওয়া গেছে ৮২১ জনে। আক্রান্ত ২২ জনের মধ্যে সুস্থ হয়েছেন ছয়জন।  

এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক ব্যাংকের এক কর্মকর্তা জানান, সংক্রমিত কর্মকর্তা ঢাকা থেকে অফিস করতেন। তিনি ঢাকার মিরপুর এলাকায় থাকেন। গত সোমবার সর্বশেষ তিনি অফিস করেন। ওই দিনই তিনি ঢাকায় ফেরত যান।