মানিকগঞ্জ প্রতিনিধি ঃ ৩ মে। জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষ্যে মানিকগঞ্জ শতাধিক পরিবারের মাঝে পুষ্টি খাদ্য বিতরণ করা হয়েছে। জেলা সিভিল সার্জন কার্যালয় প্রাঙ্গনে রোববার দুপুরে জেলা পুষ্টি সমন্বয় কমিটির আয়োজনে ১০ কেজি চাল, এক কেজি ডাল, এক কেজি লবন, এক লিটার তেল, এক হালি ডিম ও মাস্ক বিতরণ করেন জেলা প্রশাসক এস, এম ফেরদৌস। এসময় সিভিল সার্জন ডা. মো: আনোয়ারুল আমিন আখন্দ, জেলা স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা পাপিয়া জামান, আবদুর রশিদসহ অন্যান্য কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
সিভিল সাজর্ন ডা. আনোয়ারুল আমিন আখন্দ বলেন, খাদ্যের কথা ভাবলে, পুষ্টির কথাও ভাবুন। পুষ্টি উন্নয়নের বুনিয়াদ। খাবারে পুষ্টিগুন না থাকলে শারিরীক বৃদ্ধি সঠিকভাবে ঘটে না। তাই পুষ্টির কথা বিবেচনা করে এবারে পুষ্টি সপ্তাহ উপলক্ষ্যে দরিদ্র শতাধিক পরিবারের মাঝে পুষ্টিগুন সম্মত খাবার বিতরণ করা হয়েছে।
জেলা প্রশাসক এস, এম ফেরদৌস বলেন, করোনা প্রতিরোধে মানুষকে যেমন ঘরে থাকতে হবে, তেমনি পুষ্টিগুন সম্পন্ন খাবারও খেতে হবে। পুষ্টিগুনের খাবার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। শরীরের পুষ্টি চাহিদা মেটাতে সরকারিভাবে নানান কর্মসূচী রয়েছে। করোনার কারণে এবারের পুষ্টি সপ্তাহ উদযাপনের খরচ দিয়ে দরিদ্র মানুষকে পুষ্টি খাদ্য দেওয়া হয়েছে।