মানিকগঞ্জ প্রতিনিধি ঃ ৩ মে, মানিকগঞ্জ জেলা ২৫০ শয্যা হাসপাতাল ও ১০০ শয্যার করোনা ডেডিকেটেট আইসোলেশন হাসপাতালকে জীবানুমুক্ত রাখতে জীবানুনাশক ছিটানোর কাজ শুরু করেছে পৌরসভা। রোববার দুপুরে মানিকগঞ্জ পৌর মেয়র গাজী কামরুল হুদা সেলিম জীবানুনাশক ছিটানো কার্যক্রমের উদ্বোধন করেন। এসময় জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আরশ্বাদ উল্লাহ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল হোসেন, পৌর কাউন্সিলর সুভাষ সরকারসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পৌর মেয়র গাজী কামরুল হুদা সেলিম বলেন, মানিকগঞ্জ জেলা হাসপাতালসহ সদ্য তৈরী হওয়া করোনা ডেডিকেটেট আইসোলেশন হাসপাতালের চিকিৎসক, নার্সসহ আগতরোগীদের করোনা সুরক্ষায় জীবানুনাশক ছিটানোর কার্যক্রম শুরু করা হয়েছে। প্রতিদিনই পৌরসভার গাড়ি এসে জীবানুনাশক ছিটিয়ে দিবে। এতে করোনার সংক্রমনরোধ হবে। হাসপাতাল ছাড়াও মানিকগঞ্জ পৌর এলাকাকে জীবানুমুক্ত রাখতে নিয়মিতভাবে জীবানুনাশক ছিটানো অব্যাহত রয়েছে। প্রতিদিনই শহরের রাস্তাগুলোতে জীবানুনাশক ছিটানো হচ্ছে। হাসপাতাল, সরকারি-বেসরকারি অফিস, জনগুরুত্বপূর্ন ভবন নিয়মিত জীবানুনাশক দিয়ে স্প্রে করা হচ্ছে। এছাড়া যাদের করোনা সনাক্ত হচ্ছে তাদের বাসা-বাড়িতে গিয়ে নিয়মিত জীবানুনাশক দিয়ে স্প্রে করা হচ্ছে। যাতে সংক্রমনরোধ হয়।
জীবানুনাশক ছিটানো ছাড়াও ডেঙ্গু প্রতিরোধে এডিস মশা ধ্বংশে মশার ঔষধ ছিটানোর কাজও চলছে বলে জানান মেয়র।