মানিকগঞ্জ প্রতিনিধি, ৩ মে। করোনা সংকটে কর্মহীন দুস্থদের ব্যতিক্রমী খাদ্যসহায়তা দিচ্ছেন মানিকগঞ্জ সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল লতিফ তোতা। রোজার মধ্যে পুষ্টিকর খাদ্য হিসাবে তিনি সহায়তা দিচ্ছেন  ডিম। কর্মহীন দুস্থদের পাশাপাশি যারা লজ্জা পান গোপনে তাদের বাড়ি পৌঁছে দেওয়া হচ্ছে এই ডিম সহায়তা।

আব্দুল লতিফ জানান, দুস্থরা খাদ্যসহায়তা পেলেও তাদের পরিবারের শিশু ও বৃদ্ধরা সঠিকভাবে পুষ্টির যোগান পাচ্ছে না। অথচ এই অস্থির সময়ে পুষ্টিকর খাদ্যের বিশেষ প্রয়োজন আছে। বিভিন্ন গণমাধ্যমে এ বিষয়ে সবাইকে সচেতনও করে দেওয়া হচ্ছে। বিষয়টি তার কাছে অত্যন্ত যুক্তিযুক্ত মনে হয়েছে। তিনি জানান, রোজার মাসে এ পর্যন্ত প্রায় দুই হাজার ডিম বিতরণ করেছেন। পুরো রোজার মাসে এই কর্মসূচি চালিয়ে যাবেন বলে তিনি জানান।

আজ তিনি মানিকগঞ্জ প্রেস ক্লাব মিলনায়তন থেকে এক হাজার ডিম বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন মানিকগঞ্জ প্রেস ক্লাবের সহসভাপতি গাজী ওয়াজেদ আলম লাভু, সাধারণ সম্পাদক বিপ্লব চক্রবর্তী, সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর বিশ্বাস ও প্রবীণ সাংবাদিক সাব্বিরুল ইসলাম সাবু।