মিলন মাহমুদ, বিশেষ প্রতিনিধিঃমানিকগঞ্জের সিংগাইরে আরো একজন নারী চিকিৎসক করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। ২৭ এপ্রিল সোমবার জেলা সিভিল সার্জন ডা. আনোয়ারুল আমিন আকন্দ এই তথ্যটি নিশ্চিত করেছেন। উপজেলায় ৪ এপ্রিল প্রথম করোনা রোগী সনাক্ত হয় তাবলীগ জামাতের একজন। পরে স্বাস্থ্য কমপ্লেক্সের নারী ডাক্তার এবং তাবলীগ জামাতের আরো তিন সদস্য। গত ২২ এপ্রিল ১১ মাসের শিশুর শরীরে করোনা সনাক্ত এবং আজ নারী চিকিৎসকসহ এ উপজেলায় ৮ জনের করোনা সনাক্ত হয়েছে। 
ডা. আনোয়ারুল আমিন আকন্দ বলেন, করোনা ভাইরাসে আক্রান্ত ওই নারী চিকিৎসক সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল অফিসার হিসেবে কর্মরত। তিনি পার্শবর্তী উপজেলা সাভার থেকে এসে কাজ করতেন বলে জানা যায়। তার আক্রান্তের খবরে স্বাস্থ্য কমপ্লেক্সের বেশিরভাগ ডাক্তার ও স্টাফরা আতংকিত এবং সেচ্ছায় হোম কোয়ারেন্টাইনে আছেন।   
এব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সেকেন্দার আলী মোল্লাহ বলেন- হাসপাতালের বেশির ভাগ ডাক্তার, নার্স ও স্টাফরা হোম কোয়ারেন্টাইনে থাকায় সীমিত জনবল নিয়ে জরুরী বিভাগ ও বহিঃ বিভাগে স্বাস্থ্যসেবা দেয়া হচ্ছে। তাছাড়া টেলিফোনের মাধ্যমেও জরুরী চিকিৎসা সেবা দেয়া হচ্ছে বলেও জানান তিনি।