জনমত প্রতিনিধি, ২৬ এপ্রিল। ত্রাণ দেওয়ার কথা বলে দূরে ডেকে নিয়ে তাদের টাকাসহ ব্যাগ ছিনিয়ে নেয় এক যুবক। গাইবান্ধার সুন্দরগঞ্জে সমাজসেবা অধিদপ্তরের বিতরণ করা অস্বচ্ছল সুবিধাভোগী দুই বৃদ্ধার বয়স্কভাতার টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। রবিবার দুপুরে উপজেলার বামনডাঙ্গা জনতা ব্যাংক শাখার সামনে এ ঘটনা ঘটে। এতে রাস্তা থেকে ডেকে নিয়ে অভিনব কায়দায় দুজনের তিন হাজার টাকা ছিনিয়ে নেয়। সেই সাথে ভাতাভোগীর বইও নিয়ে যায় দুষ্কৃতকারী।
এ ঘটনায় ভুক্তভোগী ওই দুই বৃদ্ধা হলেন সোনাভান বেওয়া ও জিয়ারন নেছা। তাঁদের দুজনের বাড়ি উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের খামারমনিরাম (স্কুলের বাজার) গ্রামে। এ ঘটনায় সিসিটিভি ফুটেজ দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে শাখা ব্যবস্থাপক মাসুদ রানা।
প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার সকাল থেকে উপজেলা সমাজসেবা অধিদপ্তরের আওতায় অস্বচ্ছল বয়স্কদের ভাতার টাকা বিতরণ করছে জনতা ব্যাংক। এতে ওই দুই বৃদ্ধা তাঁদের ভাতার টাকা উত্তোলন শেষে বাড়ি ফিরছিলেন। এ সময় এক যুবক এসে তাদের ত্রাণ দেওয়ার কথা বলে ডেকে নেন। তাদের চাল-ডাল দেওয়া হবে বলে জানিয়ে বামনডাঙ্গা বাজারের দিকে নিয়ে যায়। পরে তাঁর কাছে দোকানের চাবি নেই বলে দুজনকে সেখানে দাঁড়াতে বলেন। এ সময় সুযোগ বুঝে একজনের হাতে থাকা ব্যাগ টান দিয়ে ছিনিয়ে নিয়ে দৌড়ে পালিয়ে যায়। ওই যুবক নিজেকে স্থানীয় ইউপি সদস্যের ছেলে পরিচয় দিয়ে অভিনব কায়দায় টাকা ছিনতাই করে। এতে দুজনের দেড় হাজার করে মোট তিন হাজার টাকা ছিল। সেই সাথে দুই ভাতার বইও নিয়ে যায় ওই ছিনতাইকারী। এরপর ওই দুই বৃদ্ধা রাস্তায় বসে জোরে চিৎকার করে কাঁদতে দেখে ছুটে আসে স্থানীয়রা।
ভুক্তভোগী ওই দুই বৃদ্ধা জানান, হামরা বয়স্কভাতার টাকা তুলি নিয়া ব্যাংকের নিচে নামি আসি। হঠাৎ ওই ছেলে আসি মেম্বারের বেটা পরিচয় দিয়া হামাক ডাকি নেয়। হামাক ত্রাণ দিবে কয়া বাজারের দিকে নিয়া যায়। পরে সেটে গেইলে ফাঁকা জায়গা হওয়ায় হামার হাত থাকি দুইজনের তিন হাজার টাকাসহ ব্যাগ টান দিয়া দৌড়ে পলায়। ওই ব্যাগে হামার বইও আছে। এই দিনে এখন হামরা কি খায়া বাঁচমো বাবা? হামার মরা ছাড়া উপায় কি।
সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহিল জামান বলেন, দুই বৃদ্ধার ভাতার টাকা ছিনতাইয়ের ঘটনা আমার জানা নেই। আমি এখনই ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে ব্যবস্থা নিচ্ছি।