মানিকগঞ্জ প্রতিনিধি ঃ ২৩ এপ্রিল
মানিকগঞ্জে কর্মহীন অসহায় ও দুস্থ ৩০০ পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করেছে জেলা চেম্বার অব কমার্স। বৃহস্পতিবার বিকেলে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড কর্নেল মালেক টাওয়ার প্রাঙ্গণে এই খাদ্যসহায়তা করা হয়। এ সময় জেলা প্রশাসক এস এম ফেরদৌস, চেম্বার অব কমার্সের সহসভাপতি আফসার উদ্দিন সরকার, পরিচালক সুলতানুল আজম খান আপেল, সুদেব কুমার সাহা, জাহিদুল ইসলাম, রফিকুল ইসলাম পরান প্রমূখ উপস্থিত ছিলেন।
অপর দিকে বৃহস্পতিবার সকালে মানিকগঞ্জে মুক্তিযোদ্ধা কামাল-সুলতানা ফাউন্ডেশনের পক্ষ থেকে খাদ্য সহায়তা পেলো পাঁচশ কর্মহীন দু:স্থ্ ব্যক্তি। মফিজুল ইসলাম খান কামাল জানান, তাঁর নিজের এক বছরের মুক্তিযোদ্ধা ভাতা এক লাখ ২০ হাজার টাকা এবং মরহুম স্ত্রী সুলতানা কামালের ৫০ হাজার টাকা দিয়ে এই খাদ্য সহায়তা দেয়া হয়েছে।
এদিকে চলমান করোনাভাইরাসের প্রভাবে কর্মহীন ২শত দু:স্থ পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ। বৃহস্পতিবা দুপুরে মানিকগঞ্জ পৌরসভার ২শত পরিবারের হাতে চাল, ডাল ও আলু তুলে দেন জেলা জাসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আফজাল হোসেন খান জকি, সাধারণ সম্পাদক আসলাম খান বাবু ও পৌর শাখার সভাপতি ইকবাল হোসেনসহ নেতৃবৃন্দরা।