মিলন মাহমুদ, বিশেষ প্রতিনিধি: বিশ্বব্যাপি করোনা ভাইরাসের শঙ্কায় অস্থির জনজীবন। বাংলাদেশেও আক্রান্ত ও মৃতের মিছিল দীর্ঘ হচ্ছে। এই দুর্যোগের অবসান কবে ঘটবে কেউ জানেনা। ফলে মানুষের মাঝে এক ধরনের ভীতি কাজ করছে। এদিকে করোনা ভাইরাস সংক্রমণরোধে মানিকগঞ্জ জেলাকে অনির্দিষ্ট সময়ের জন্য লকডাউন ঘোষনা করাতে কর্মহীন হয়ে পড়েছে নিম্ন আয়ের মানুষ। বন্ধ হয়ে গেছে অনেকের আয়ের পথ। এ অবস্থায় কর্মহীন অসহায় দরিদ্র মানুষের পাশে দাড়ালেন-সিংগাইর পৌরসভা এলাকার নয়াডাঁঙ্গী গ্রামের ফসল এগ্রো ইন্ডাস্ট্রিজ লি: ব্যবস্থাপনা পরিচালক , বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মো.মিজানুর রহমান। আজ বৃহস্পতিবার (২৩ই এপ্রিল) সকাল ১১ দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুনা লায়লার নেতৃত্বে মো.মিজানুর রহমানের সহযোগীতায় ফসল এগ্রো-ইন্ডাস্ট্রিজের নিজস্ব অর্থায়নে সিংগাইর পৌরসভা ১,২ নং ওয়ার্ড ও সায়েস্তা ইউনিয়নের ৫,৮ নং ওয়ার্ডের অসহায় দরিদ্র,রিক্সা চালক,ভ্যান চালক ২শত ১৪টি পরিবারের মাঝে সামাজিক দুরুত্ব বজায় রেখে প্রয়োজনীয় খাদ্য সামগ্রী প্রদান করেছেন। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল- ৫ কেজি চাউল,২ কেজি আলু,১ কেজি ডাউল,১ কেজি তৈল,১ কেজি লবন।

এ সময় উপস্থিত ছিলেন-উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি আনোয়ারা খাতুন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক, করোনা ও বাজার মনিটরিং কমিটির সদস্য সচিব মো.জাহাঙ্গীর হোসেন, কৃষি কর্মকর্তা ও করোনা মনিটরিং কমিটির সদস্য মো.টিপু সুলতান স্বপন, খাদ্য পরিদর্শক মো.শাহীন মিয়া, ফসল এগ্রো ইন্ডাস্ট্রিজের পরিচালক অপারেশন মো.ফজলুর রহমান মিলন, কৃষিবিদ, বিজনেস ডেপেলপমেন্ট ম্যানেজার আনোয়ারুল হক, সহ:ব্যবস্থাপক (ফ্যাক্টরী) মনি লাল দাস (মিথুন), সুপার ভাইজার(ফ্যাক্টরী) মোশারফ হোসেন খান, লজিষ্টিক অফিসার মো.আব্দুস সামাদ, সিংগাইর পৌর আওয়ামী যুবলীগের সভাপতি মো.এমদাদ হোসেন মুকুল, কনক বাবু, মো.ফয়সাল গাজী প্রমুখ।