ঘিওর প্রতিনিধি, ২৩ এপ্রিল। মানিকগঞ্জের ঘিওর উপজেলার দুটি কাঁচা বাজারে অতিরিক্ত ভীর করার কারনে উপজেলা প্রশাসন লকডাউন ঘোষণা করেন।
বাজার দুটি হলো ঘিওর ডিএন স্কুল মাঠের ঘিওর কাঁচা বাজার ও বানিয়াজুরী স্কুল মাঠে স্থানান্তরিত বানিয়াজুরি কাচাঁ বাজার। বাজার দুটিতে ক্রেতা বিক্রেতা গাদাগাদি করে, অতিরিক্ত ভীড় করে সামাজিক দুরত্ব মেনে না চলার কারনে উপজেলা প্রশাসন আজ একটি গণবিজ্ঞপ্তির মাধমে লকডাউন করে দেন।
এ ব্যাপারে উপজেলা প্রশাসন ঘিওর মানিকগঞ্জ ফেইস বুক আইডি হতে জানা যায় , সামাজিক দুরত্ব বজায় রাখতে ব্যর্থ হওয়ায় ঘিওর ডি. এন. পাইলট স্কুল মাঠে স্থানান্তরিত ঘিওর বাজার এবং বানিয়াজুরি ইউনিয়ন সরকারি স্কুল এন্ড কলেজ মাঠে স্থানান্তরিত বানিয়াজুরি বাজার জনস্বার্থে লকডাউন ঘোষণা করা হয়েছে। আগামী ২৬ এপ্রিল হতে এ আদেশ কার্যকর হবে। বিকল্প বাজার হিসাবে বানিয়াজুরী ইউনিয়ন পরিষদ ও ঘিওর ইউনিয়ন পরিষদের মাধ্যমে ভ্যান গাড়ীতে করে ভ্রাম্যমান বাজার পরিচালনা করা হবে।