জনমত ডেস্ক, ২২ এপ্রিল। চট্টগ্রামে প্রথমবারের মতো ১০ মাস বয়সী এক শিশুর শরীরে মিলেছে করোনাভাইরাস বা কোভিড-১৯ এর অস্তিত্ব। মঙ্গলবার রাতে শিশুটিরে শরীরে করোনার উপস্থিতি ধরা পড়ে। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি।
তিনি জানান, ফৌজদারহাটের ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ল্যাবে মঙ্গলবার রাত পর্যন্ত গত ২৪ ঘণ্টায় মোট ১৪০টি পরীক্ষায় ১০ মাসের এক শিশুসহ নতুন চারজন করোনা রোগী শনাক্ত হয়েছে।
সিভিল সার্জন জানান, শনাক্ত হওয়া ১০ মাস বয়সী শিশুর বাড়ি চট্টগ্রাম জেলার চন্দনাইশ উপজেলার পূর্ব জোয়ারার তিন নম্বর ওয়ার্ডে। বাকি তিনজন পার্বত্য চট্টগ্রামের বান্দরবানের বাসিন্দা। নতুন এই শিশুসহ চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৪০ জনে।