মানিকগঞ্জ প্রতিনিধি, ২০ এপ্রিল। করোনাভাইরাস মোকাবেলায় তৃণমূল জনগণের নিরাপত্তায় জেলা পুলিশ, মানিকগঞ্জের পুলিশ সুপার রিফাত রহমান শামীম পিপিএম’র নেতৃত্বে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
গতকাল ১৯ এপ্রিল করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে মানিকগঞ্জ জেলাকে লকডাউন (অবরুদ্ধ) ঘোষণা করা হয়। এ সময়ে জাতীয় ও আঞ্চলিক সড়ক ও মহাসড়ক, নৌপথে অন্য কোনো জেলা থেকে কেউ মানিকগঞ্জে প্রবেশ করতে না পারে বা মানিকগঞ্জ জেলা থেকে কেউ অন্য কোনো জেলায় যেতে না পারে, সে কারনে টহল বৃদ্ধি করেচেন । সন্ধ্যা ছয়টা থেকে সকাল ছয়টা পর্যন্ত কেউ ঘরের বাইরে যেতে পারবেন না। উপজেলা পর্যায়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে ও পয়েন্টে পুলিশ মোতায়েন রয়েছে। অকারণে কোন প্রকার যানবাহন চলাচল করতে দেওয়া হচ্ছে না। ওষুধ, সবজি ও মুদিমাল ছাড়া খুলতে দেওয়া হচ্ছে না অন্য কোন দোকান। পুলিশ বাহিনী প্রতিনিয়ত টহল দিচ্ছেন বাজার গুলোতে, করছেন সবাইকে সতর্ক।
গতকাল লকডাউন করার পর থেকেই রাস্তায় লোকজনের উপস্থিতি কম। শহরের বাজারগুলোতে নিরবতা দেখা যাচ্ছে। মানুষও অনেকটা সচেতন হয়ে চলাচল করছে, প্রয়োজন ছাড়া কেউই বাহিরে রের হচ্ছেন না।
করোনার সুযোগে যাতে কেউ অপরাধ করতে না পারে, সেদিকেও নজর রাখছেন।