মিলন মাহমুদ, বিশেষ প্রতিনিধিঃ
কোভিড-১৯ করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবেলায় জার্মিত্তা ইউনিয়নের নিম্ন আয়ের মানুষ যারা কর্মহীন হয়ে পড়েছে তাদের পাশে দাড়িয়েছেন উপজেলা জার্মিত্তা ইউনিয়নের চেয়ারম্যান মো.আব্দুল হালিম রাজু রবিবার(১৯ই এপ্রিল) সকাল ১১টার দিকে জার্মিত্তা ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে সামাজিক দুরুত্ব বজায় রেখে মানিকগঞ্জ-২ আসনের এমপি মমতাজ বেগমের নির্দেশনায় চেয়ারম্যান মো.আব্দুল হালিম রাজুর নিজস্ব অর্থায়নে জার্মিত্তা ইউনিয়নের অতিদরিদ্র কর্মহীন ২ হাজার পরিবারের মাঝে প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করেছেন। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল ৫কেজি চাউল,১কেজি আলু,১কেজি তৈল,৫০০গ্রাম ডাউল,৫০০গ্রাম লবন।

এ সময় উপস্থিত ছিলেন-জার্মিত্তা ইউনিয়ন আওমীলীগের সাধারন সম্পাদক মো.নুরুল ইসলাম, উপজেলা যুবলীগের সহসভাপতি মো.হানিফ, ইউপি সদস্য মো.মোতালেব হোসেন, মো.মতিউর রহমান, মো.আলী হোসেন, মহিলা ইউপি সদস্য মর্জিনা,জহুরা বেগম,সমাজ সেবক হাজী মো.পান্নু মিয়া, পল্লী চিকিৎসক মো.মকবুল হোসেন, জার্মিত্তা হাইস্কুলের সহকারি প্রধান শিক্ষক মো.মিজানুর রহমান, সহকারি শিক্ষক মো.আমানত হোসেন, মো.কামাল হোসেন মাদবর, ব্যাংক কর্মকর্তা মো.রকিবুল হোসেন প্রমুখ।

চেয়ারম্যান মো.আব্দুল হালিম রাজু বলেন- এই দূর্যোগ মুহূর্তে এমপি মমতাজ বেগমের নির্দেশনায় জার্মিত্তা ইউনিয়নের ২ হাজার পরিবারকে আমার নিজস্ব অর্থায়নে খাদ্য সামগ্রী দিচ্ছি যা চলমান থাকবে। ইতি মধ্যে সরকারি অর্থায়নে ৩শ ৯০ পরিবারের মাঝে ১০ কেজি চাউল ও নগদ অর্থ প্রদান করেছি। তিনি আরও বলেন-আমার ইউনিয়নের একজন মানুষও যেন খাবারের জন্য কষ্ট না করে সেদিকে আমি খেয়াল রাখব। আমাকে কেউ ফোন দিলে আমি খাদ্য সামগ্রী নিয়ে বাড়ি গিয়ে পৌঁছে দিবেন এমন প্রতিশ্রুতি দিলেন চেয়ারম্যান। এবং সবাইকে ঘরমুখি হওয়া অযথা বাহিরে ঘোরাফেরা না করার নির্দেশ দেন।