মো.শাহ আলম, দৌলতপুর ( মানিকগঞ্জ) প্রতিনিধি, ১৭ এপ্রিল। মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় করোনা ভাইরাস (কোভিড-১৯)এর রোধকল্পে ইউনিয়ন পর্যায়ে প্রতিরোধ মুলক ব্যবস্থা গ্রহনের নিমিত্তে ২০১৯-২০ অর্থ বছরের বার্ষিক উন্নয়ন সহায়তা বরাদ্দের আওতায় অপ্রত্যাশিত খাত (প্রাকৃতিক দূর্যোগ) থেকে উপজেলার ৮ টি ইউনিয়নে আজ শুক্রবার সকালে ৩ শত কেজি ব্লিচিং পাউডার,২৫০ টি হ্যান্ড স্যানিটাইজার,২ হাজার পিচ এন্টি সেপটিক সাবান ও ৪৫০ টি হ্যান্ড গ্লোবস বিতরণ করা হয়েছে। বিতরণে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ নুরুল ইসলাম রাজা, ভাইস চেয়ারম্যান একে এম নাছির উদ্দিন আবুল ও মহিলা ভাইস চেয়ারম্যান জাহানারা বেগম, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আব্দুর রাজ্জাক মোল্লা ও যুগ্ন সম্পাদক মো.শওকত আলী প্রমুখ।
এ বিষয়ে দৌলতপুর উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ নুরুল ইসলাম রাজা বলেন, করোনা ভাইরাস মোকাবিলায় মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার দিকনির্দেশনায় আমরা দেশের কথা বিবেচনা করেই এগুলো সঠিক ভাবে বিতরণ করেছি। তিনি আরও বলেন দেশের দুঃসময় সবাইকে এগিয়ে এসে অসহায় মানুষের পাশে দাড়াতে হবে এবং সামাজিক দুরুত্ব বজায় রেখে সবাইকে চলতে হবে।