জনমত ডেস্ক, ১৫ এপ্রিল। সড়কে আবারও এক শিশুকে ফেলে গেছেন অভিভাবক! এমন এক অজ্ঞাত শিশুকে সড়ক থেকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করেছে পাঁচলাইশ থানা পুলিশ। পুলিশের ধারণা, মুখে কিছুটা পোড়া যাওয়া এই শিশুকে অভিভাবক ফেলে গেছেন। 

বুধবার দুপুর ১টার সময় শিশুটিকে মুরাদপুর এলাকার সড়ক থেকে উদ্ধার করে পাঁচলাইশ থানা পুলিশের টহল টিমের সদস্যরা। পরে শিশুটিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। সন্ধ্যা পর্যন্ত শিশুটি সেখানে চিকিৎসাধীন ছিল।

এর আগে গত ১৭ ফেব্রুয়ারি চট্টগ্রাম নগরীর খুলশী থানা এলাকায় আরেক শিশুকে অটোরিকশা থেকে ফেলে যাওয়া হয়েছিল। ওই দিন দুপুরে পুলিশ অটোরিকশা থেকে ‘কিছু একটা’ ফেলতে দেখে সেদিকে গিয়ে এক শিশুকে পেয়েছিল। তখন পুলিশের পক্ষ থেকে বলা হয়েছিল, ওই শিশুর অভিভাবক শিশুটিকে সড়কের ধারে ফেলে গেছে। এই ঘটনার দুই মাসের মধ্যেই দ্বিতীয় দফা আরেক অসুস্থ শিশুকে সড়ক থেকে উদ্ধার করল পুলিশ। 

পাঁচলাইশ থানার ওসি আবুল কাশেম ভুঁইয়া বলেন, দুপুরে থানার মোবাইল টিম টহল দেওয়ার সময় মুরাদপুরে সড়কের পাশে পড়ে থাকতে দেখে। শিশুটি রুগ্ন। নাকে-মুখে পোড়া দাগ আছে। এমতাবস্থায় শিশুটিকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের বার্ন ইউনিটে ৩৬ নম্বর ওয়ার্ডের ১৬ নম্বর সিটে শিশুটি চিকিৎসাধীন। 

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, শিশুটির জন্য প্রয়োজনীয় ওষুধ আমি (ওসি নিজে) কিনে দিচ্ছি। এই বিষয়ে আদালতে জানানো হবে। শিশুটি সুস্থ হওয়ার পর শিশুর বিষয়ে আদালতের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আর এরই মধ্যে পুলিশ ওই শিশুকে কে বা কারা ফেলে গেলেন এই বিষয়ে অনুসন্ধান শুরু করেছে।