মিলন মাহমুদ, বিশেষ প্রতিনিধি, সিংগাইর, ১৩ এপ্রিল। মানিকগঞ্জের সিংগাইরে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ১০ টাকা কেজি চাল বিতরণে অনিয়ম ও অবৈধ মজুদের অসঙ্গতি পাওয়ায় ডিলার আবু বক্কর সিদ্দিক ওরফে বরকতের বিরুদ্ধে মামলা ও আটক হওয়ায় তাকে ধল্লা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতি পদ থেকে অব্যাহতি দিয়েছে উপজেলা সেচ্ছাসেবক লীগ কমিটি। সোমবার বিকাল ৫ টার দিকে সিংগাইর উপজেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতি ওবায়দুর রহমান ও সাধারণ সম্পাদক ইঞ্জিঃ রবিউল আলম উজ্জল স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তাকে অব্যাহতি দেন। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ধল্লা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতি আবু বকর ছিদ্দিক (বরকত) সরকারি ১০ টাকা কেজি করে চাউল বিক্রিতে অনিয়ম ও অবৈধ মজুদ করায় আটক হওয়ায় ও থানায় মামলা হওয়ায় সভাপতি পদ থেকে অব্যাহতি দেয়া হলো। উল্লেখ্য গত রবিবার রবিবার সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ১০ টাকা কেজি চাল উপ সহকারী কৃষি কর্মকর্তা মোঃ নাজিমুদ্দিনের উপস্থিতিতে বিতরণ কার্যক্রম চলছিল। দিন শেষে মাস্টাররোল ও মজুদ গণনা করে ৩০ কেজি ওজনের ৮৯ বস্তা চাল কম পান এবং মার্চ মাসের বরাদ্ধকৃত ৫০ কেজির ৪৪ বস্তা চাল পার্শ্ববর্তী রুম থেকে উদ্ধার করা হয়। ওই অসঙ্গতির কারণে আওয়ামী সেচ্ছাসেবক লীগ ইউপি সভাপতি ও ওএমএস ডিলার বরকতকে আটক করে থানায় মামলা করা হয়।