মানিকগঞ্জ প্রতিনিধি ঃ এপ্রিল ১৩
মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির চাল আত্মসাত ও অবৈধ মজুদের অভিযোগে এক ডিলারকে গ্রেফতার করা হয়েছে। সোমবার দুপুরে তাঁকে জেল হাজতে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃত ডিলার আবু বকর সিদ্দিক উপজেলার ধল্লা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি। অপর দিকে হরিরামপুর উপজেলার লেছড়াগঞ্জ ইউনিয়নে ভিজিএফের ৮ বস্তা চাল আটক করেছে পুলিশ।
সিংগাইর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুনা লায়লা জানান, রোববার রাত আটটার দিকে ধল্লা ইউনিয়নের ডিলার আবু বকর সিদ্দিকের গোডাউনে অভিযান চালানো হয়। অভিযানে তিনিসহ (ইউএনও) পুলিশ সদস্যরা অংশ নেন। অভিযানকালে দেখা যায়, ওই ডিলার চলতি মাসের বরাদ্দকৃত ২ হাজার ৬৭০ কেজি এবং গত মাসের ২ হাজার ২০০ কেজি চাল খোলা বাজারে বিক্রি না করে সেখানে গোপনে মজুদ রাখা হয়েছে। সরকারী চাল আতœসাৎ এবং গোপনে মজুদ রাখার অভিযোগে তাকে আটক করা হয়।
সিঙ্গাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সাত্তার বলেন, এ ঘটনায় ধল্লা ইউনিয়নের ট্যাগ অফিসার মো. নাজিমুদ্দিন বাদি হয়ে ওই ডিলারের বিরুদ্ধে রোববার রাতে থানায় একটি মামলা করেন। এর পর তাকে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে সোমবার জেলহাজতে পাঠানো হয়েছে।
এদিকে হরিরামপুর উপজেলার লেছড়াগঞ্জ ইউনিয়নের সোমবার সকাল ১১ টার দিকে ভিজিএফের ৩০ কেজি করে ৮ বস্তা চাল পাচার কালে এসআই মনোয়ার হোসেন ওই চালের বস্তা আটক করে।
এব্যাপারের লেছড়াগঞ্জ ইউনিয়ন চেয়ারম্যান সোনা মিয়া জানান, আটক করা ওই চাল দুঃস্থদের মাঝে বিতরন করা হয়েছিল। গ্রাম পুলিশ সদস্য মরিয়ম বেগম ওই চাল কিনে রেখে দিয়েছিলেন। সোমবার সকালে ওই চাল ইউনিয়ন পরিষদ থেকে বের করার সময় পুুলিশ তা আটক করে।
হরিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুঈদ চৌধুরী জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে আটককৃত চাল আত্মসাত করে কালো বাজারে বিক্রি করার সময় তা জব্দ করা হয়েছে। আরো তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিপ্লব চক্রবর্তী