এম আক্তর হোসেন, স্টাফ রিপোর্টার। অবশেষে করোনা উপসর্গ নিয়ে মৃত ব্যক্তির নমুনা সংগ্রহ করল স্বাস্থ্য বিভাগ। দাফনও হলো পুলিশের উপস্থিতিতে। গতকাল শনিবার মানিকগঞ্জ সদর উপজেলার ভড়াারিয়া গ্রামে ওই বৃদ্ধ ব্যক্তির মৃত্যু হয়।
স্থানীয় ইউপি সদস্য তপন কুমার বালো জানান, মৃত বৃদ্ধের শ্বাসকষ্ট ছিল। গত ১২ দিন ধরে তাকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছিল। শনিবার বেলা ১২টার দিকে তার মৃত্যু হয়। বৃদ্ধের ছেলে প্রবাসী। মেয়ের বিয়ে হয়েছে সাভারে। যানবাহন চলাচল না করায় আসতে পারছেন না। বাড়িতে বৃদ্ধ স্ত্রী। ফলে স্বজন না থাকায় তার লাশ দাফন করা যাচ্ছিল না।
গ্রামবাসীও পরীক্ষা না করে দাফন করতে রাজি হচ্ছিল না। তবে খবর পেয়ে বিকেলের দিকে স্বাস্থ্য বিভাগের লোকজন এসে বৃদ্ধের শরীর থেকে নমুনা সংগ্রহ করে নিয়ে যায়। পরে পুলিশের উপস্থিতিতে গ্রামবাসী দাফন করে।