ওবায়দুর রহান, ১০ এপ্রিল। মানিকগঞ্জ জেলার ঘিওর থানার পুলিশ তৃতীয়লীঙ্গ ও অসহায় কর্মহীন রিক্সা চালকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন। যে সকল রিক্সা চালক ও সিএনজি চালক তাদের সিট জমা দেন এবং কোন যাত্রী পরিবহন করবেন না তাদেরকে ঘিওর থানার পুলিশ খাদ্য সহায়তা দেবেন। আজ শুক্রবার ১০ এপ্রিল সকালে তৃতীয়লীঙ্গ ও অসহায় কর্মহীন লোকজনের বাড়িতে বাড়িতে ত্রাণ সামগ্রী পৌছেঁ দেন অতিরিক্ত পুলিশ সুপার (শিবালয় সার্কেল) তানিয়া সুলতানা।
এ সময় উপস্থিত ছিলেন ঘিওর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আশরাফুল আলম, ওসি (তদন্ত) মোঃ মোহাব্বত হোসেন। এস আই মোঃ আলতাফ হোসেন, এস আই সালাম, এস আই শহীদুল ইসলাম শহীদ, ঘিওর প্রেসক্লাবের সভাপতি মোঃ আনোয়ারুল হক, সাধারন সম্পাদক রামপ্রসাদ সরকার দীপু প্রমুখ। উল্লেখ্য, প্রায় শতাধীক পরিবারের মধ্যে ১০ কেজি চাল, ৪ কেজি আলু ১ লিটার তেল, ৫০০ গ্রাম ডাল, ৫০০ গ্রাম পেয়াজ, ৫০০ গ্রাম লবন দেওয়া হয়।
অতিরিক্ত পুলিশ সুপার তানিয়া সুলতানা জানান, মরণঘাতী করোনা ভাইরাস পাল্লা দিয়ে বেড়ে যাচ্ছে। কাজেই সকল লোকজনের কাজকর্ম বন্ধ থাকায় জেলা পুলিশ সুপারের নির্দ্দেশ ক্রমে আমরা পুলিশ প্রশাসনের উদ্যোগে এবং বৃত্তবান লোকজনের সহযোগিতায় এই ত্রাণ কার্যক্রমটি চালিয়ে যাচ্ছি।
থানা অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আশরাফুল আলম জানান, করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে আমাদের সামাজীক দুরত্ব মেনে চলতে হবে। পরিস্কার পরিচ্ছন্নতা থাকতে হবে। এবং বাড়ির বাইরে যাওয়া থেকে বিরত থাকতে হবে। সরকারি নিয়মকানুনগুলো আমাদের সবাইকে মেনে চলতে হবে। এবং সকলের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে হবে।