জনমত ডেস্ক, ১০ এপ্রিল। কয়েকদিন আগেই আশা জেগেছিল একটি খবরে। লকডাউনের ফলে পরিবেশের উন্নতি হয়েছে। তাই ওজন স্তরের ক্ষয় কমে গেছে অনেকটাই। বন্ধ হয়ে গেছে ছিদ্র। পৃথিবী নিজের মতো করে নিজেকে সারিয়ে তোলার কাজ করছে। কিন্তু এক নতুন খবরে ঘুম উড়েছে বিজ্ঞানীদের।
তারা জানিয়েছেন, উত্তর মেরুতে ওজন স্তরে আবারো একটি ছোট ছিদ্র দেখা দিয়েছে। স্ট্যাটোস্ফিয়ারে তাপমাত্রা অত্যাধিক কমে যাওয়ার ফলে এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা।
ওজন স্তরের এই ছিদ্রকে তারা মিনি হোল বলছেন। উত্তর মেরুর ঠিক ওপরেই এই ছিদ্র তৈরি হয়েছে বলে জানিয়েছেন তারা। ইউরোপীয় স্পেস এজেন্সি এই খবর প্রকাশ করে উদ্বেগের কথা জানিয়েছে।
কোপারনিকাস সেন্টিনাল–পাইভপি স্যাটেলাইট ব্যবহার করে এই তথ্য তারা পেয়েছেন বলে দাবি করেছেন। ওজন স্তর পৃথিবীর জীবন রক্ষা করে। কারণ, সূর্য থেকে আগত একাধিক ক্ষতিকর রশ্মি, যার মধ্যে অতিবেগুনি রশ্মিও পড়ছে, সেগুলোকে আটকে দেয় ওজন স্তর। যার ফলে বাতাসের ভারসাম্য বজায় থাকে।
স্ট্র্যাটোস্ফিয়ারের এই স্তর না থাকলে পৃথিবীতে জীবনের সঞ্চার হতো না কোনোদিনই। তাই এর ক্ষতি হওয়া মানে মানব সভ্যতার সঙ্কট তৈরি হওয়া।
সূত্র: গার্ডিয়ান।