জনমত ডেস্ক, ৯ এপ্রিল। করোনাভাইরাস মহামারির কারণে যে স্বাস্থ্য সংকট তৈরি হয়েছে তার সঙ্গে রাজনীতিকে না জড়াতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস আধানম গেব্রেয়েসুস।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বুধবার জেনেভায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদর দপ্তরে করোনাভাইরাস নিয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে আধানম বলেন, এই সংকটময় পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র ও চীনের নেতাদের ‘সৎ থেকে নেতৃত্ব’ দিতে হবে। একই সঙ্গে সংকট মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার ডাক দিয়েছেন তিনি।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ধারাবাহিক হুমকি ধমকি ও সমালোচনার জবাবে এসব কথা বলেন আধানম। 

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তহবিলে যুক্তরাষ্ট্র যে অর্থ দেয় তা বন্ধের হুমকি দিয়েছেন ট্রাম্প। বিশ্ব স্বাস্থ্য সংস্থা চীনের প্রতি পক্ষপাতদুষ্ট এমন অভিযোগ তুলে তহবিল বন্ধের এ হুমকি দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট।

এসবের জবাবে আধানম বলেন, আমরা কোনো দেশের প্রতি পক্ষপাতদুষ্ট নই। আমরা সব দেশের সঙ্গেই কাজ করি।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান আরও বলেন, যারা ক্ষমতাধর, তাদেরই তো এখন পথ দেখাতে হবে। আর করোনাভাইরাস নিয়ে রাজনীতি করা থেকে আপনারা বিরত থাকুন।

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস ইতিমধ্যেই বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাজের প্রতি তার পূর্ণ সমর্থন থাকার কথা জানিয়েছেন।