মানিকগঞ্জ প্রতিনিধি ঃ ৩ মার্চ
মানিকগঞ্জ পৌরসভার উদ্যোগে শুক্রবার থেকে শুরু হয়েছে কর্মহীন মানুষদের সাহায্য সহযোগিতা। বান্দুটিয়া এলাকায় খাদ্যবান্ধব এই কর্মর্সূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক এসএম ফেরদৌস । এসময় উপস্থিত ছিলেন পৌর মেয়র গাজী কামরুল হুদা সেলিম, কাউন্সিলর সুভাষ চন্দ্র সরকার, আব্দুর রাজ্জাক রাজা, জেসমিন আক্তার, আব্দুর রাজ্জাক প্রমূখ।
পৌর মেয়র গাজী কামরুল হুদা সেলিম জানান, পৌর সভা থেকে প্রথম পর্যায়ে সাড়ে তিন হাজার কর্মহীন মানুষের মধ্যে চাউল, আটা, লবন, তেল , আলু ও ডাউল বিতরন করা হবে। শুক্রবার উদ্বোধনের পর পৌর এলাকায় ১৩টি স্পটে বাড়িতে বাড়িতে গিয়ে সহায়তা পৌছে দেওয়া হবে। পৌর এলাকায় কোন মানুষ না খেয়ে থাকবেন না।
এদিকে করোনা সংকটে কর্মহীন ও দুঃস্থদের খাদ্য সহায়তা কর্মসুচী শুরু করেছে মানিকগঞ্জের ক্রীড়া সংগঠন কুলফা গোষ্টী। বসুন্ধরা গ্রুপের উপদেস্টা মাহাবুব মোর্শেদ হাসান রুনু এবং সংগঠনের সভাপতি সংসদ সদস্য নাঈমুর রহমান দুর্জয়ের সহযোগীতায় কুলফা গোষ্টী এই কর্মসুচী নিয়েছে। শুক্রবার সকাল ১১টায় মানিকগঞ্জ শহীদ রফিক সড়কে সংগঠনের কার্যালয়ের সামনে থেকে আনুষ্টানিক ভাবে ৩০০ দুঃস্থকে খাদ্য সহায়তা দিয়ে কর্মসুচী শুরু হয়।
বিপ্লব চক্রবর্তী