ওবয়দুর রহমান, ৩ এপ্রিল। মানিকগঞ্জের ঘিওর থানার করোনা ভাইরাসের কারনে কর্মহীন অসহায় মানুষদের বাড়ি বাড়ি গিয়ে জেলা পুলিশের উদ্যোগে খাদ্যসামগ্রী পৌঁছে দিচ্ছেন অতিরিক্ত পুলিশ সুপার (শিবালয় সার্কেল) তানিয়া সুলতানা।

তিনি আজ শুক্রবার সকালে ঘিওর থানার অফিসার ইনচার্জ আশরাফুল আলম সহ উপজেলার বিভিন্ন এলাকায় অর্ধশতাধিক দিন মজুর কর্মহীন পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন। এ সময় চাল, ডাল, তেল, আলু, পেয়াজ, লবণ নিয়ে একটি করে প্যাকেট  অসহায়দের হাতে তুলে দেন।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার তানিয়া সুলতানা ঘরে থাকা কর্মহীন মানুষদের বলেন, আপনারা ঘরে থাকুন, আমারা আপনাদের খাদ্য পৌছে দিব। দয়া করে কেউ ঘড় হতে বের হবেন না। তিনি উপস্থিত সাংবাদিকদের বলেন, দেশের করোনাভাইরাস সংক্রমণ রোধে নিম্ন আয়ের সাধারণ দিনমজুররা বাইরে বের হতে পারছে না। এতে তাদের পরিবারের খাবার ফুরিয়ে যাচ্ছে। সরকারের পাশাপাশি এ সকল অসহায় মানুষদের পাশে জেলা পুলিশের উদ্যোগে আমাদের এ প্রচেষ্টা।  প্রয়োজনে ভবিষ্যতে আমাদের খাদ্যে সামগ্রী বিতরণ অব্যাহত থাকবে। কারো হতাশ হবার কিছু নেই।

খাদ্য সামগ্রী বিতরণ কালে ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মহাব্বত, এস আই আলতাফ হোসেন, এস আই জাকির সহ পুলিশের অন্য সদস্যেরাও উপস্থিত ছিলেন।