আজিজুল মজিদ প্রতিনিধি, ৩১ মার্চ। করোনা পরিস্থিতি মোকাবেলায় আজও ঘিওরে দুঃস্থ্য ব্যক্তিদের মাঝে খাদ্য সহায়তা দেন ঘিওর উপজেলা প্রশাসন। আজ মঙ্গলবার বিকেলে উপজেলা নির্বাহী অফিসার আইরিন আক্তার রামকান্তপুর গ্রামে ৫০ টি বনুয়া আদিবাসী পরিবারের মাঝে নিরাপদ দুরত্ব বজায় রেখে চাল, ডাল ও আলু বিতরন করেন। এ সময় প্রতি পরিবারকে ১০ কেজি চাল, ৫ কেজি আলু এবং ২ কেজি ডাল দেওয়া হয়।
খাদ্য বিতরণকালে উপজেলা নির্বাহী অফিসার আইরিন আক্তারের সাথে আরো উপস্থিত ছিলেন ঘিওর প্রেস ক্লাবের সভাপতি আনোয়ারুল হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী জাহাঙ্গীর আলম, ঘিওর প্রেস ক্লাবের সাধারন সম্পাদক রামপ্রসাদ সরকার দিপু সহ আরো অনেকে।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার আইরিন আক্তার বলেন, প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী ও জেলা প্রশাসক মহোদয়ের দিক র্নিদেশনায় দু:স্থ্য ব্যক্তিদের খুঁজে বের করে তাদের মাঝে খাদ্য বিতরণ করা হচ্ছে। একটি মানুষও যাতে অনাহারে না থাকে, সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। তিনি বলেন, জি আর প্রকল্প থেকে আমরা সবকয়টি ইউনিয়নে এ পর্যন্ত ২শত ৮৩ টি পরিবারকে সহায়তা প্রদান করেছি। চাহিদা অনুযায়ী আরো বরাদ্দ পাওয়া যাবে। এই সহায়তা অব্যাহত থাকবে বলে জানান তিনি।