ওবায়দুর রহমান ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি,৩১ মার্চ। ঘিওর উপজেলার ঘিওর বাজর ও তেরশ্রী কাঁচা বাজারে সরকারী আদেশ অমান্য করে সাধারন দোকান খোলা রাখার জন্য ঘিওর উপজেলা নির্বাহী অফিসার ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এ সময় তিনি স্বর্ণের দোকান, টিনের দোকান, কাপড়ের দোকান ও লোহার দোকান সহ বিভিন্ন দোকানে জরিমানা করেন। নোংরা পরিবেশে খাবর সামগ্রী বিক্রয় করার জন্য জরিমানা করেন।
এ সময় ঘিওর উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের বিচারক আইরিন আক্তার বলেন, সরকারি আদেশ অমান্য, অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার সামগ্রী বিক্রয় করায় ৮ জন দোকানদার, দুধ বিক্রেতাকে এবং ঘিওর বাজারের বাজার কমিটিকে জরিমানা করা হয়। তেরশ্রী বাজার, দুধ বাজার, ঘিওর বাজারে এ অভিযান পরিচালিত হয়। দণ্ডবিধি, ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের বিভিন্ন ধারায় জরিমানা করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সেনা বাহিনী ঘিওর বজারে সচেতনতা মূলক মাইকিং করেন।