শিবালয় (মানিকগঞ্জ) প্রতিনিধি, ৩০ মার্চ। প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার বরংঙ্গাইলে সাপ্তাহিক হাট বসানোর দায়ে হাট ইজারাদারকে ২০ হাজার টাকা অর্থদণ্ড করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ সোমবার দুপুরে হাটের ইজারাদা মীর শাহীনুর রহমানকে এ অর্থদণ্ড দেন শিবালয় উপজেলার নির্বাহী অফিসার।
জানা গেছে, করোনাভাইরাসের সংক্রমণ রোধে গত ২৩ মার্চ জেলার সকল সাপ্তাহিক হাট এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে বন্ধ ঘোষণা করেন জেলা প্রশাসন। এদিকে সোমবার উপজেলার সবচেয়ে বড় সাপ্তাহিক বরংগাইলে হাটের ইজারাদার নিষেধাজ্ঞা অমান্য করে হাট বসায়। খবর পেয়ে হাট ভেঙে দিতে অভিযান পরিচালনা করে পুলিশ-প্রশাসন।
ইউএনও ফিরোজ মাহমুদ জানান, নিষেধাজ্ঞার পরও হাট বসনো হয়েছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। আমরা সকলে সচেতন না হলে করোনাভাইরাস থেকে মুক্ত হওয়া সম্ভব নয়।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার শিবালয় সার্কেল তানিয়া সুলতানা উপস্থিত ছিলেন।