প্রকৌশলী -এ,এন,এম এনায়েত উল্লাহ
দুনিয়া জুড়ে মানুষের আজ একী হাল!করোনার ভয়ে সবাই যে বড় বেসামাল;শহর বন্দর জনশূন্য সুনসান হাটবাজার রাজপথ খা খা পলাতকা মানবজাতি দালান কোঠা যেন বন্দি মানুষের খোয়ার৷শ্বাপদ বেজায় খুশি বেড়ায় এধার-ওধার!বাহিরে বসে মজা লুটে হুল্লোড়ে জানোয়ার৷কোথায় গেল শ্রেষ্ঠ জাতির ঝাড়িঝুড়িকোথায় গেল জ্ঞান গরিমার বাহাদুরি;জাতি ধর্ম বড়াই করা বিভেদের পাহাড়করোনা আজ ছিন্ন করেছে সব ব্যবধান,ধর্ম-অধর্ম, ধণী-গরীব সাদা-কালো সমান৷সীমান্ত পাহারায় দুর্লঙ্ঘ শৈল্য কাটাতারঅতি তুচ্ছ করোনার ভয়ে সীমান্ত তছনছ, দেশ-মহাদেশ নাই, বাধাবিঘ্ন সব একাকার৷উদ্ধত মানুষ নতজানু, ভয়চকিত এককাতার৷ছিল দোর্দণ্ড প্রতাপ আকাশে, জলে, স্থলে,আজ আকাশে যান নেই, কেবল শকুনের দখলে৷সমুদ্রে জাহাজ নেই পোতাশ্রয়ে পোত পোতাজীবন যেন বন্দিদশায় দুঃখের নদী খরস্রোতা৷সৈকত পর্যটকশুন্য বালুকা, তপ্তবালিয়াড়িনিপাতিত কোলাহলে, ঝিনুক-শামুকের বাড়ি৷উপাসনালয়ে উপাসক নেই ঠাঁই হয়েছে ঘরকরোনার ভয়ে ঘরে বসেই খুঁজছে সকলের ঈশ্বর৷কেউ বলে অনাচারে ভরে গেছে দুনিয়া,এ সবই মানুষের পাপ আর কৃতকর্মের ফলরুষ্ট প্রভু আযাব পাঠালেন ভাইরাস নাম দিয়া৷কোথায় গেছে ব্যবসা বানিজ্য, মুনাফাখোরনভেল করোনার আতঙ্কে শবযানে নামে ভোর৷দিশেহারা মানুষ; গোরস্থানে লাশের মিছিলস্বাস্থ্যসেবা বেহাল, অনন্যোপায় মস্তিষ্ক শিথিল৷নিথর পড়ে আছে ট্রিলিয়ন ডলারের অস্ত্র সম্ভারকোন কাজ নেই অরক্ষিত সীমান্ত ছিন্ন কাটাতার৷আছে অর্থ, অস্ত্র, সোনা-দানা আছে ডলার ভুরিভুরিতুচ্ছ মানুষের অহংকার, করোনা বেড়ায় বিশ্বজুড়িলাগেনা পাসপোর্টে-ভিসা, অনুমতি, অর্থ কানাকড়ি৷সত্যি কী ভাই মানুষ কোমল এতই সরল সোজা?কত আযাব কত গজব এসেছিল এই ধরায়কত জাতি ধ্বংস হলো;জীবানুতে অসুখে বিসুখে পঙ্গপাল আর খরায়৷তবু কমেছে কি সম্রাজ্যবাদ, পুঁজিবাদ, স্বৈরাচার?দিনে দিনে হচ্ছে নিপীড়ন;অন্যয়, অনাচার, অত্যাচারে বাড়ছে পাপের বোঝা৷আদিকালে শাসনে ছিল বেতের আচারবিবর্তনের ধারায় এলো দুধারী তলোয়ার৷কামান ট্যাংক পারমাণবিক বোমা ক্ষেপণাস্ত্র দেশে দেশে যুদ্ধবাজেরা বেচে ফেরি করে তাইতো এসব হাতের পুতুল, মওজুদ ঘরে ঘরে৷এখন চাই জৈবঅস্ত্র আধুনিক সাইবার লড়াইতবেইতো করা যাবে শ্রেষ্ঠত্বের মাস্তানীর বড়াই৷কত যুদ্ধের ক্ষত নিয়ে আছে মানব জাতি তবু কী এর শেষ আছে! ক্ষান্তি আছে!ক্ষুধায় মরব, মানুষ মরে যাক, শুধু মাটি থাকখাক হয়ে যাক, তবুও চাই শুধু অস্ত্রপাতি৷এইখানেও ভাই চলছে বানিজ্যের লড়াই;শুরু হলো শুরুর শুরু, ভয়ে কাঁপি দুরুদুরু ভাইরাস নামের অস্ত্র দিয়ে হলো কী যুদ্ধ শুরু!এই কী তবে যুদ্ধরীতির নতুন সংস্করণ জানিনা কেইবা বাঁচবে, কারই বা হবে মরণ!কত মানুষ মরবে ঘরে, কত লাশের স্তুপ হবে মর্গে!আমরা কেবল আম জনতা আছি বোকার স্বর্গে৷