মানিকগঞ্জ প্রতিনিধি ঃ ২৪ মার্চ
কোরনা সংকট মোকাবেলায় জেলা প্রশাসনকে সহায়তার জন্য মানিকগঞ্জে সেনাবাহিনী নেমেছে। মঙ্গলবার দুপুর থেকে মানিকগঞ্জ শহরে গাড়ীতে সেনা সদস্যদের টহল দিতে দেখা গেছে। এসময় জেলা পুলিশ সদস্যরাও ছিলেন। এদিকে গণবিজ্ঞপ্তি দিয়ে মানিকগঞ্জ জেলা প্রশাসক মঙ্গলবার থেকে শপিংমল, বানিজ্যকেন্দ্র, রেস্টুরেন্ট, বিনোদন পার্ক, মেলা, সামাজিক অনুষ্টান, সাপ্তাহিক হাট, চায়ের দোকানের আড্ডাসহ জনসমাগম হয় এমন সকল স্থান পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন। সকল ক্ষুদ্র ঋণ আদায় কার্যক্রমও পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ থাকবে। তবে খাদ্য সামগ্রী , ঔষধ, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির সকল দোকানপাট কাঁচা বাজার, চিকিৎসা প্রতিষ্টান যথারীতি খোলা থাকবে। এসমস্ত স্থানে ১ মিটার পর্যন্ত নিরাপদ দুরত্ব বজায় রাখার নির্দেশ দেয়া হয়েছে। মাইকিং করে নির্দেশ জারির পর পর শহরের দোকানপাট বন্ধ হয়ে গেছে। ঔষধ, নিত্যপ্রয়োজনীয় দোকানপাট, মুদিদোকান ও কাঁচাবাজার ছাড়া সীমিত আকারের খোলা রয়েছে। তবে নির্দেশ অমান্য করে কোন কোন এনজিও ঋণের কিস্তির টাকা আদায় করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
বিপ্লব চক্রকর্তী