বিদেশ থেকে দেশে ফিরে হোম কোয়ারেন্টিনে আছেন ৩০ বিচারক। গত ১৫ মার্চ তারা অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরে হোম কোয়ারেন্টিনে গেছেন।
আজ বুধবার দুপুরে আইন মন্ত্রণালয় সূত্রে এ তথ্য নিশ্চত করা হয়েছে। তারা অস্ট্রেলিয়া ফেরত এবং নিম্ম আদালতে কর্মরত।
আইন মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, হোম কোয়ারেন্টাইনে থাকা এই বিচারকরা দুই সপ্তাহের প্রশিক্ষণে অস্ট্রেলিয়ায় গিয়েছিলেন। প্রশিক্ষণ শেষে অস্ট্রেলিয়া থেকে ফেরার পর তাদেরকে নিজেদের বাড়িতেই ১৪ দিনের কোয়ারেন্টিনে রাখা হয়েছে।
উল্লেখ্য, নিম্ন আদালতের ৩০ বিচারক অস্ট্রেলিয়া থাকতেই আইন মন্ত্রণালয় থেকে তাদের দেশে ফিরে হোম কোয়ারেন্টিনে যেতে বলা হয়েছিল।