স্টাফ রিপোর্টার ১৬ মার্চ।
বিএনপির সাবেক মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের নবম মৃত্যুবার্ষিকী আজ সোমবার (১৬ মার্চ)। এ উপলক্ষ্যে তাঁর গ্রামের বাড়ি মানিকগঞ্জের ঘিওর উপজেলার পাচুরিয়ায় বিএনপি ও এর অঙ্গসংগঠন এবং তাঁর পরিবার বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছেন।
খোন্দকার দেলোয়ার হোসেনের রুহের মাগফিরাত কামনায় পাচুরিয়া গ্রামে সকালে পবিত্র কোরআন তিলাওয়াত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। দুপুরে দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হবে। এ ছাড়া সেখানে স্মরণ সভার আয়োজন করা হয়েছে। এতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের শীর্ষ নেতাদের উপস্থিত থাকার কথা রয়েছে।
খোন্দকার দেলোয়ার মানিকগঞ্জ-১ আসন থেকে পাঁচবার সাংসদ নির্বাচিত হন। তিনি সংসদের চিফ হুইপেরও দায়িত্ব পালন করেন। মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠকও ছিলেন তিনি। ভাষাআন্দোলনের অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ২০০৫ সালে তাঁকে একুশে পদক দেওয়া হয়। বিএনপির কান্তিকালে তিনি মহাসচিবের দায়িত্ব পালন করেন। ২০১১ সালের আজকের এই দিনে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে তিনি ইন্তেকাল করেন।