করোনাভাইরাসে মৃতের সংখ্যা লাফিয়ে বেড়ে যাওয়ার কারণে চরম বেকায়দায় পড়েছে ইতালি। সে দেশে সকল রেস্টুরেন্ট, বার, বিভিন্ন ধরনের অনুষ্ঠানের ভেন্যু এবং দোকান বন্ধ ঘোষণা করা হয়েছে। ইতালির প্রধানমন্ত্রী গুইসেপে কন্টে বুধবার এ ঘোষণা দেন।

প্রধানমন্ত্রী স্পষ্ট করে বলেছেন, কেবল ওষুধের দোকান এবং সুপারমার্কেট খোলা থাকবে। 

এদিকে বুধবার পর্যন্ত সে দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮২৭ জনে এবং ১২ হাজার চারশ ৬২ জন আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। ইতালির সিভিল প্রটেকশন অ্যাজেন্সি এ তথ্য জানিয়েছে।