মানিকগঞ্জ প্রতিনিধি ঃ ১১ মার্চ
মানিকগঞ্জ সদর এলাকায় মুন্নু স্কুল অ্যান্ড কলেজে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্ণার উদ্বোধন করা হয়েছে। বুধবার দুপুরে বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের কিউরেটর ও শিক্ষামন্ত্রণালয়ের সাবেক সচিব নজরুল ইসলাম খান এর উদ্বোধন করেন।
এর আগে সকালে শিক্ষা প্রতিষ্ঠানের মিলনায়তনে মুন্নু গ্রুপ অফ ইন্ডাষ্ট্রিজ এবং প্রতিষ্টানটির চেয়ারম্যান আফরোজা খানের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের কিউরেটর ও শিক্ষামন্ত্রণালয়ের সাবেক সচিব নজরুল ইসলাম খান । এ সময় শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ সৈয়দা নাসরিন আক্তার, মুন্নু সিরামিক ইন্ডাষ্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক রাশিদ মাইমুনুল ইসলাম, মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালের নির্বাহী পরিচালক রাফিল ইসলাম, অধ্যক্ষ মো. আকতারুজ্জামান সহ শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন। এর পর সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
২০১৩ সালে জেলা সদরের গিলন্ড মুন্নু সিটিতে সাবেক মন্ত্রী প্রয়াত শিল্পপতি হারুনার রশিদ খান মুন্নু শিক্ষা প্রতষ্ঠানটি প্রতিষ্ঠা করেন। গতকাল বুধবার বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্ণারটি উদ্বোধন করা হয়। এতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিভিন্ন সময়ের ছবি, মুক্তিযুদ্ধের বিভিন্ন ছবি এবং মুক্তিযুদ্ধের ঘটনাবলী নিয়ে বিভিন্ন লেখকের বই রয়েছে। এ ছাড়া ইলেক্ট্রনিকস ডিভাইজের মাধ্যমে ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ এবং বঙ্গবন্ধুর বিভিন্ন ঘটনাসম্বলিত ভিডিও এবং স্থিরচিত্র প্রদর্শনের ব্যবস্থাও রয়েছে এই কর্ণারে।