বরযাত্রীবোঝাই নৌকায় স্বামীর পাশে বসে নৌকায় করে যাওয়ার পথে নৌকাটি ডুবে গেলে নববধূ সুইটি খাতুন পূর্ণি তার স্বামী রুমন আলীকে ধরেই বাঁচার চেষ্টা করেন। তবে ডুবে যাওয়া সে নৌকার বহু মানুষকে জীবিত কিংবা মৃত উদ্ধার করা হলেও এখনো সন্ধান মেলেনি নববধূর।
গত শুক্রবার সন্ধ্যায় রাজশাহীতে বিয়ে পরবর্তী অনুষ্ঠান শেষে বরের বাড়ি থেকে কনের বাড়িতে যাওয়ার পথে রাজশাহীর পদ্মা নদীতে এ নৌকাডুবির ঘটনা ঘটে। শনিবার সন্ধ্যা পর্যন্ত ছয়জনের লাশ উদ্ধার করা হয়েছে। এখনো কনেসহ অন্তত তিনজন নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারে অভিযান চলছে।
নববধূ সুইটির জন্য পদ্মাপাড়ে অপেক্ষা করছিলেন বর রুমন। তিনি বলেন, নৌকা ডুবে গেলে দুজন একসঙ্গেই ছিলেন। এরপর একটি বালুবাহী ট্রলার থেকে উদ্ধারে রশি ফেলা হয়। তিনি বলেন, রশি ধরা নিয়ে এসময় সকলে হুড়োহুড়ি করার কারণে পূর্ণি বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর তাঁর আর সন্ধান পাওয়া যায়নি।