শীর্ষ সন্ত্রাসী জিসানের সহযোগী মাজহারুল ইসলাম ওরফে শাকিলকে (৩৫) কারাগারে পাঠানো হয়েছে। গতকাল বৃহস্পতিবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তিন দিনের রিমান্ড শেষে শাকিলকে আদালতে হাজির করেন মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার এসআই মোর্শেদ আলম।
তিনি শাকিলকে কারাগারে আটক রাখার আবেদন করেন। অন্যদিকে শাকিলের জামিনের আবেদন করেন তাঁর আইনজীবীরা। মহানগর হাকিম মোহাম্মদ জসিম শুনানি শেষে জামিন আবেদন নামঞ্জুর করেন। রিমান্ড প্রতিবেদনে বলা হয়, জিসানের হয়ে শাকিল অস্ত্রের ভয় দেখিয়ে বিভিন্ন পেশার মানুষের কাছ থেকে মোটা অঙ্কের টাকা আদায় করতেন।
এতে বলা হয়, আসামি শাকিল বাংলাদেশের শীর্ষ সন্ত্রাসী জিসানের হয়ে তাঁর অপরাপর অস্ত্রধারী সন্ত্রাসীদের নিয়ে ঢাকা শহরসহ দেশের নানা স্থানে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে অস্ত্রের ভয় দেখিয়ে মোটা অঙ্কের টাকা চাঁদা দাবি ও আদায় করে আসছিলেন। শাকিল ও তাঁর সন্ত্রাসী বাহিনীর ভয়ে কেউ তাঁদের বিরুদ্ধে মুখ খোলার সাহস পায় না।
রিমান্ডসংক্রান্ত প্রতিবেদনে আরো বলা হয়, আসামি শাকিল জামিনে মুক্তি পেলে চিরতরে পলাতক হওয়াসহ মামলার তদন্তে বিঘ্ন সৃষ্টি করার সম্ভাবনা রয়েছে। এমতাবস্থায় মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাঁকে কারাগারে আটক রাখা হোক। গত ২৩ ফেব্রুয়ারি অস্ত্র আইনের মামলায় শাকিলের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এর আগে রাজধানীর মোহাম্মদপুর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
এ সময় তাঁর কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার করা হয়। পরে র্যাব-২-এর পুলিশ পরিদর্শক (শহর ও যানবাহন) আব্দুল হামিদ খান শাকিলের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় মামলা দায়ের করেন।