ঘন কুয়াশার কারণে মার্কিং বাতি অস্পষ্ট হয়ে যাওয়ায় মধ্য রাত থেকে পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌ-পথের ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। সে কারণে ঘাট এলাকায় শতাধিক যানবাহন পারের অপেক্ষায়। এতে প্রচন্ড শীতে যাত্রী ও চালকেরা ঘাট এলাকায় চরম দুর্ভোগে রয়েছে। এছাড়াও মাঝ যমুনায় আটকে রয়েছি ১টি ফেরি।
মঙ্গলবার (৩ জানুয়ারি) দিবাগত রাত ৩টার দিকে কুয়াশার ঘনত্ব বেড়ে গিয়ে ফেরি চলাচলের রাস্তার মার্কিং বাতি অস্পষ্ট হয়ে যাওয়ায় পাটুরিয়া-দৌলতদিয়া ঘাটের ফেরি ও এর আগে রাত ২টা ১৫মিনিটে আরিচা-কাজিরহাট নৌ-পথের ফেরি চলাচলা বন্ধ রাখে ঘাট কর্তৃপক্ষ।
বুধবার (৪ জানুয়ারি) সকালে এই বিষয়টি ঢাকা মেইলকে নিশ্চিত করেছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের সহকারী ব্যবস্থাপক মো. খালেদ নেওয়াজ।
তিনি জানান, কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়াতে নৌ-পথের মার্কিং বাতি অস্পষ্ট হয়ে যায়। সে কারণে ফেরি ও লঞ্চ বন্ধ রাখা হয়েছে। তবে কুয়াশা কেটে গেলে ছোট বড় ১৯ ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হবে।
তিনি আরও জানান, মধ্য রতে কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়াতে আরিচা প্রান্তে ১টি ফেরি মাঝ যমুনায় আটকে রয়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশার ঘনত্ব কমে গেলে ফেরিটি ঘাটে নোঙর করবে।