মানিকগঞ্জ প্রতিনিধি ঃ ১২ এপ্রিল
মানিকগঞ্জে এক ছাত্রকে বাত্রাঘাত করার অভিযোগে এক সহকারী শিক্ষককে সাময়িক বহিস্কার করেছে বিদ্যালয় পরিচালনা পরিষদ। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার মানিকগঞ্জ সদর উপজেলার নবগ্রাম ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে। বহিস্কৃত ওই শিক্ষকের নাম আনিস উদ্দিন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন জানান, মঙ্গলবার সকাল ৯টায় ষষ্ঠ শ্রেণির প্রথম ক্লাশে শ্রেণি শিক্ষক আনিস উদ্দিন কয়েকজন ছাত্রকে বেত্রাঘাত করেন। এতে আহত ছাত্র সুলতান মাহমুদ নুরের পিতা আক্তার হোসেন লিখিত অভিযোগ করেন। পরে বিকেলে বিদ্যালয়ের পরিচালনা পরিষদের জরুরী সভায় অভিযুক্ত শিক্ষক আনিস উদ্দিনকে সাময়িক বহিস্কার করার সিদ্ধান্ত নেওয়া হয়। সেই সাথে ঘটনাতদন্তে সদর উপজেলা শিক্ষা অফিসারকে প্রধান করে ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী তিন কার্যদিবসে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা গ্রহন করা হবে।
. এদিকে অভিযুক্ত শিক্ষক আনিস উদ্দিন জানান, তিনি ষষ্ঠ শ্রেণির ইংরেজী নবম ও দশম শ্রেণির ইতিহাস পড়ান। মঙ্গলবার ষষ্ঠ শ্রেনির প্রথম ক্লাশে চারজন শিক্ষার্থীকে বেত্রাঘাত করা হয়। কারণ হিসেবে তিনি বলেন অনেক দিন ধরে শিক্ষার্থীদের চুল ছোট করার জন্য বলা হয়েছিলো। যারা বড় চুল রেখেছিলো তারা কেটে ছোট করেছে। কিন্তু চার শিক্ষার্থী তাদের চুল ছোট করেনি। এই কারণে তাদের বেত্রাঘাত করা হয়েছে। কাজটি ঠিক হয়নি বলে তিনি (ওই শিক্ষক) পরে আহত ছাত্র সুলতান মাহমুদ নুরের পিতা আক্তার হোসেনের কাছে ক্ষমা চেয়েছেন।
বিপ্লব চক্রবর্তী