ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি, ২৬ মার্চ ।
মানিকগঞ্জের ঘিওরে যথাযোগ্য মর্যাদায় ব্যাপক আনন্দ উদ্দীপনার মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে সারা দিন ব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।
৩১বার তোপধ্বনীর মাধ্যমে দিবসের শুভ সূচনা করা হয়। সকালে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, আওয়ামীলীগ, মুক্তিযোদ্ধা সংসদ, জাতীয়তাবাদী দল (বিএনপি), ঘিওর প্রেসক্লাব, জাসদ, সহ বিভিন্ন সংগঠন ঘিওর কেন্দ্রীয় শহীদ মিনার ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করে। পরে জাতীয় পতাকা উত্তোলন, মসজিদ, মন্দিরে উন্নত খাবার পরিবেশন ও দুপুরে মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সংবর্ধনার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার হামিদুর রহমান এর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান হাবিব, সহকারী কমিশনার (ভূমি) মোঃ মোহছেন উদ্দিন , সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল আজিজ, ডেপুটি কমান্ডার কে এম সিদ্দিক আলী, থানা অফিসার ইনচার্জ মোঃ রিয়াজ উদ্দিন আহম্মেদ বিপ্লব, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি একরামুল ইসলাম খবির, জাসদের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোঃ শামসুল আলম খান, উপজেলা যুবলীগের সভাপতি মোঃ বাবুল বেপারী, শ্রমিকলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ সানোয়ার হোসেন, ঘিওর প্রেসক্লাবের সাধারন সম্পাদক রামপ্রসাদ সরকার দীপু প্রমুখ।
শেষে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।