গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ও তাঁর বন্ধুকে আগে থেকেই অনুসরণ করছিল বখাটেরা। একপর্যায়ে গায়ে পড়ে বাগবিতণ্ডা বাধায়। মেয়েটির বন্ধুকে মারধর করে। মেয়েটিকে পাশের একটি ভবনে নিয়ে ধর্ষণ করে তারা।
ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় ছয়জনকে গ্রেপ্তারের পর র্যাবের মিডিয়া সেন্টারে গতকাল শনিবার সংবাদ সম্মেলন করা হয়। এতে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এসব কথা বলেন। তিনি জানান, গ্রেপ্তার ছয়জন হলেন রাকিব মিয়া ওরফে ইমন (২২), পিয়াস ফকির (২৬), প্রদীপ বিশ্বাস (২৪), নাহিদ রায়হান (২৪), হেলাল (২৪) ও তূর্য মোহন্ত (২৬)। শুক্রবার রাতে গোপালগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
এদিকে ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ ও প্রতিবাদী শিক্ষক-শিক্ষার্থীদর ওপর হামলার ঘটনায় দায়ী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক বিচারসহ চার দফা দাবিতে গোপালগঞ্জে বঙ্গবন্ধু প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) গতকাল তৃতীয় দিনের মতো বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।