ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি, ১১ জানুয়ারি। ঘিওর উপজেলার সদর ইউনিয়নের কুস্তা এলাকায় মঙ্গলবার (১১ জানুয়ারী) ৩টি অবৈধ ড্রেজার মেশিন ও প্লাসট্রিক পাইপ ধ্বংস করেন উপজেলা নির্বাহী অফিসার হামিদুর রহমান।
জানা যায়, উপজেলার সদর ইউনিয়নের ধলেশ্বরী নদীতে প্রশাসনের অগোচরে দীর্ঘদিন যাবত ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করে আসছিল একদল বালুখেকা।
বালু উত্তোলনের ফলে নদী ভাঙ্গনে বাড়ি ঘর, আবাদী জমি নদীর গর্ভে বিলীন হতে থাকে। বিষয়টি উপজেলা প্রশাসন জানতে পেরে গতকাল এ ব্যবস্থা গ্রহণ করেন। এসময় ঘিওর উপজেলা নির্বাহী অফিসার হামিদুর রহমান এর নেতৃত্বে উপস্থিত ছিলেন ঘিওর থানা পুলিশ ।
অভিযান চালিয়ে কুদরত, মোঃ আমিনুর রহমান, ও মোঃ শরীফের ৩টি ড্রেজার ও পাইপ ভেঙ্গে গুড়িয়ে দেয়া হয়।
উপজেলা নির্বাহী অফিসার হামিদুর রহমান বলেন, উপজেলার আর কোথাও অবৈধ ভাবে বালু উত্তোলন করতে দেওয়া হবে না। অবৈধ ভাবে বালু উত্তোলন কারীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। এ অভিযান অব্যহত থাকবে।