মানিকগঞ্জ প্রতিনিধি ঃ ৩০ নভেম্বর
মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার চর কালিকাপুর শুকুরিয়া দাখিল মাদরাসার ব্যবস্থাপনা কমিটির সভাপতি পদের নির্বাচনে পক্ষপাতিত্ব, অব্যবস্থপনা ও নৈরাজ্যের অভিযোগ পাওয়া গেছে। ভোটারদের বের করে মারধর করে প্রভাবশালী ওই সভাপতির পক্ষে ভোট আদায় করা হয়। এ ঘটনায় জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ করেছেন এক দাতা সদস্যসহ দুইজন অভিভাবক সদস্য।
লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, গত ২০ নভেম্বর দৌলতপুর উপজেলার বাঘুটিয়া ইউনিয়নে চর কালিকাপুর শুকুরিয়া দাখিল মাদরাসার ব্যবস্থাপনা কমিটির সদস্য পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। নবগঠিত কমিটির এসব সদস্যদের প্রত্যক্ষ ভোটে মাদরাসার ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত হবেন। গত বৃহস্পতিবার (২৫ নভেম্বর) উপজেলা পরিষদের প্রশাসনিক ভবনে কমিটির সভাপতি নির্বাচন অনুষ্ঠানে নবগঠিত আটজন সদস্যকে উপস্থিত থাকতে নির্দেশনা দেওয়া হয়। নির্দেশনা অনুযায়ি সকল সদস্য উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপস্থিত হন। মাদরাসার ব্যবস্থাপনা কমিটির সভাপতি পদে দুই প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করার কথা ছিল। তবে বেলা সাড়ে ১১ টার দিকে সভাপতি প্রার্থী মো. রফিকুল ইসলামের ভাড়া করা তিন শতাধিক যুবক উপজেলা পরিষদ প্রাঙ্গণে অবস্থান নেন। এসব যুবকেরা মাদরাসার একজন শিক্ষক প্রতিনিধি ও অভিভাবক সদস্যকে মারধর করে অন্যত্র নিয়ে যান। পরে ভয়-ভীতির মাধ্যমে বাকি পাঁচজনকে জিম্মি করে জোরপূর্বক রফিকুল ইসলামের পক্ষে ভোট আদায় করে নেন।
নির্বাচনে প্রিজাইডিং কর্মকর্তার দায়িত্ব পালন করেন উপজেলা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের সহকারী প্রোগ্রামার রণজিৎ মন্ডল। তিনি বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমরুল হাসানের নির্দেশে উপজেলায় পরিষদে ওই মাদরাসার ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচন অনুষ্ঠিত হয়। তিনজন ভোটারকে মারধর ও অপহরণের বিষয়টি তাঁর জানা নেই। নির্বাচনে আটজন ভোটারের মধ্যে পাঁচজন ভোটার উপস্থিত ছিলেন এবং তাঁরা ভোট দেন। এতে ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন রফিকুল ইসলাম।
এ ঘটনায় ওই দিনই (২৫ নভেম্বর) অভিভাবক সদস্য মো. ফেরদাউস ও সাজেদা বেগম এবং দাতা সদস্য জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। তাঁরা এ ব্যাপারে সুষ্ঠু তদন্ত করে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের ব্যবস্থা গ্রহণ ও নির্বাচন বাতিলের দাবি জানিয়েছেন।
জেলা প্রশাসক মুহাম্মদ আবদুল লতিফ বলেন, ‘এ বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
বিপ্লব চক্রবর্তী