স্টাফ রিপোর্টার
মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল ও মানিকগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে অভিযান পরিচালনা করে ১৬ জন দালালকে আটক করেছে র্যাব। পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক আটকদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদন্ড দেন।
রোববার সকাল থেকে দুপুর ২টার পর্যন্ত পৃথক দুটি অভিযান পরিচালনা শেষে ভ্রাম্যমাণ আদালতের বিচারক এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহ মোহাম্মদ জুবায়ের এই কারাদন্ড প্রদান করেন। ক্রাইম প্রিভেনশন কোম্পানী-৩ (সিপিসি) র্যাব- ৪ মানিকগঞ্জের কোম্পানি কমান্ডার লে: মো. আরিফ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মানিকগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে অভিযানকালে জনগণকে বিভ্রান্ত করে প্রতারণা করার দায়ে দশজন দালালকে আটক করা হয়। আটক ব্যক্তিরা তাদের দোষ স্বীকার করে নেওয়ায় ৭ দালালকে সাতদিনের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করা হয় এবং বাকি তিনজনে অপরাধ প্রমাণিত না হওয়ায় ছেড়ে দেওয়া হয়।
এছাড়া মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে অভিযানকালে ১৩ দালালকে আটক করা হয়। আটক ব্যক্তিরা তাদের দোষ স্বীকার করায় সাত দালালকে (পুরুষ) দশদিন এবং দুইজন মহিলা দালালকে সাতদিনের কারাদন্ড দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক। বাকি চারজনের অপরাধ প্রমাণিত না হওয়ায় তাদের ছেড়ে দেওয়া হয়।
র্যাব- ৪ এর সিপিসি-৩, মানিকগঞ্জের কোম্পানী কমান্ডার লে: মো. আরিফ হোসেন জান্না, সরকারী এই হাসপাতালে সেবা নিতে আসা সাধারণ জনগণকে বিভ্রান্ত করে প্রতারাণা করতো তারা। এসব সরকারি প্রতিষ্ঠানে দালালদের দৌরাত্ব প্রতিরোধে জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহ মোহাম্মদ জুবায়েরের সহায়তায় পৃথক দুটি অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে আটক দালালদের ভ্রাম্যমাণ আদালতের বিচারক বিভিন্ন মেয়াদের কারাদন্ড প্রদান করেন বলে তিনি জানান।